সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যের যে কো’নো প্রান্তে যে কো’নো স্কুলে ব’দ’লি হতে পারেন শিক্ষক-শিক্ষিকা, গাইডলাইন জা’রি হতে পারে!

শিক্ষক বদলির ক্ষেত্রে এবার এক নতুন গাইডলাইন চালু করতে পারে রাজ্য সরকার ঘোষণা আজ শুক্রবারই করতে পারে বলেই খবর। রাজ্যের এডভোকেট এই কথা জানালেন, আর এই নতুন গাইডলাইন রাজ্য সরকার আদালতের নির্দেশমেনেই জারি করতে পারে।

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জানালেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাকে বিচারপতি পরামর্শ দেয় যে, নতুন নির্দেশিকা আসলেই দ্রুত সেই নিজেকে বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে বলুন জেলা স্কুল পরিদর্শকদের।

রাজ্য সরকারি স্কুলের শিক্ষকদের বদলি নিয়ে বরাবর প্রথম থেকেই উষ্মা প্রকাশ করে আসছে বিচারপতি বিশ্বজিৎ বসু। এর আগে বিচারপতি রাজ্য সরকারকে বলেছিলেন যে সমস্ত স্কুলের ছাত্র সংখ্যা কম কিন্তু শিক্ষক সংখ্যার বেশি, সে সমস্ত স্কুল থেকে শিক্ষকদের বদলি করে অন্য স্কুলে নিয়োগ করা হয়।

আরো খবর: ১৯১১ গ্রুপ-D কর্মীর চাকরি বা’তি’ল হয়ে গেলো, বেতনও ফে’রা’তে হবে! বিজ্ঞপ্তি জা’রি কমিশনের

তাছাড়া শিক্ষকদের বদলির আবেদনে দারুনভাবে বিরক্ত বিচারপতি। তিনি বলেন যদি সব শিক্ষকরা বাড়ির পাশের স্কুলে চাকরি করতে চান তাহলে স্কুল চলবে কিভাবে? লক্ষ্য করে দেখা যাচ্ছে গ্রামের অনেক স্কুল রয়েছে যেগুলো ছাত্রের অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।

আবার এমন কিছু স্কুল রয়েছে যেগুলো কিনা শিক্ষকের অভাবে খুবই খারাপ অবস্হার সম্মুখীন হচ্ছে। এমন চলতে থাকলে আগামী দিনে আরো স্কুল বন্ধ হয়ে যাবে।

তাই বিচারপতি বলেছেন, পরিকাঠামো নেই এধরনের স্কুল উঠিয়ে শিক্ষক – শিক্ষাকর্মীদের অন্যত্র বদলি করা উচিত, তাছাড়া রাজ্য সরকারকে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।এবার সেই হিসেবেই আসছে নতুন গাইড লাইন।