সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিবরাত্রিতে বেলপাতা অর্পণে ভা’গ্যে’র বি’রা’ট পরিবর্তন হবে, পুজোর পর বুক প’কে’টে রেখে দিন

আগামীকাল অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। এই মহা শিবরাত্রিতে একটি বিরাট সংযোগ তৈরি হতে চলেছে। মানব সমাজের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। মানুষ মনে করেন ফুল গাছের পাতা এবং কাঠ আধ্যাত্মিকতার দিকে এক বিরাট গুরুত্ব রাখে। আগামীকাল এই বছরের মহা শিবরাত্রি পঞ্জিকা মতে চতুর্দশী তিথি রবিবার বিকেল পর্যন্ত থাকবে।

মহাদেবের অত্যন্ত প্রিয় একটি পাতা হল বেলপাতা। বেল পাতাতেই তুষ্ট হন মহাদেব। আর শিবরাত্রির দিনে যদি বেল পাতা দিয়ে এই একটি কাজ করেন তবে পূর্ণ হবে মনের সকল আশা এই বেলপাতা ভাগ্য ফেরাবে আপনার। শিব পূজার সময় অবশ্যম্ভাবী বেলপাতা অর্পণ করা হয়ে থাকে। শিবরাত্রিতে শুধু বেল পাতা নয় তার সঙ্গে আরো নানান উপাদান অর্পণ করা হয়ে থাকে ভগবানকে।

বেল পাতার পুজো দেওয়ার পর সেই বেল পাতাই ফেরাতে পারে আপনার ভাগ্য। শিবকে বেলপাতা দিয়ে পুজো দেওয়ার পর তা জামার পকেটে রাখুন তারপরেই দেখুন কিভাবে ভাগ্য ঘুরে যায়। শারীরিক ও মানসিক স্বাস্থ্য আগে থেকে অনেক ভালো থাকবে।

আরো খবর: মেয়েরা কেন প্রভাসকে এতো বে’শি প’ছ’ন্দ করেন? কারণ তু’লে ধ’র’লেন তামান্না ভাটিয়া

জঙ্গলে নানান গাছপালা রয়েছে কিন্তু শিবরাত্রিতে ভগবান শিবকে বেলপাতা ছাড়া অন্য কোন পাতা ও ফল মোটেও দেওয়া যাবে না। শিবরাত্রির দিন দুধ গঙ্গাজল দই চিনি ফুল এবং রুদ্রাক্ষ অরণ করলে মহাদেব অনেক খুশি হন এবং মনের মত বর পাওয়া যায়।

এই দিনে সমস্ত সামগ্রী দিয়ে প্রথমে ভগবান শিবের অভিষেক করুন। এরপর ওম নমঃ শিবায় এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে পাঁচ যুগের পাঁচখলন করা যাবে। এই দিন বেল পাতা দিয়ে শিবের পূজো দেওয়ার পর সেই বেলপাতা আপনার সিন্দুকে রেখে দিন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন অর্থের বন্যা বইবে।