সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ঘরে বসেই করুন বু’কিং, অনলাইনেই হা’জি’র জলদাপাড়া

দেশ-বিদেশের পর্যটকদের জন্য রয়েছে খুশির খবর। পুজোর আগেই জলদাপাড়া জাতীয় উদ্যান এ জঙ্গল সাফারি এবং হাতির সফরের জন্য অনলাইন বুকিং চালু করা হচ্ছে। এবার থেকে ঘরে বসেই জলদাপাড়া অভয়ারণ্যের বুকিং করা যাবে। শনিবার অর্থাৎ তৃতীয় থেকে শুরু হয়ে যাচ্ছে এই অনলাইন ব্যবস্থা।

অনলাইন বুকিং হলেও অবশ্য হাপি চাকরির জন্য পর্যটকদের আরো বেশ কিছুদিন ধৈর্য্য ধরতে হবে বলে জানানো হয়েছে অভয়ারণ্যের তরফ থেকে। বনদপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে নভেম্বর মাসের একেবারে শেষের দিকে ফের হাতি সাফারি চালু হবে। এই অনলাইন সিস্টেম চালু হওয়ার খবরে পর্যটন সংস্থাগুলিও বেজায় খুশি। সাফারির বুকিং চালু করার জন্য শুক্রবার থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইট খুলে ফেলেছে।

www.jaldaparanationalpark.org ওয়েবসাইটে ঢুকে বিশ্বের যেকোন জায়গা থেকে বসে অনলাইনে জলদাপাড়া অভয়ারণ্যের সাফারির জন্য বুকিং করতে পারবেন পর্যটকরা। আপাতত ওই ওয়েবসাইটকে আরো আধুনিক করে তোলার কাজ চলছে দপ্তরে। সাফারি বুকিং করার পাশাপাশি জাতীয় উদ্যানে ভ্রমণ সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্য ওয়েবসাইট থেকেই এবার জেনে নিতে পারবেন পর্যটকরা।

অনলাইন বুকিং চালু হলে এবার থেকে আর পর্যটকদের জলদাপাড়া বুকিং কাউন্টারে ভোররাত থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। জঙ্গলে আসা এবং সাফারির জন্য করোনার দুটি ডোজের শংসাপত্র পর্যটকদের সঙ্গে থাকা আবশ্যক বলে জানানো হয়েছে।