সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Freshers নি’য়ো’গ করবে TCS, জানুন সব ত’থ্য বি’শ’দে

টাটা কনসালটেন্সি সার্ভিস অফ সিএসএ এবার নিয়োগ করা হবে একাধিক কর্মী। দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা এই কোম্পানি। স্মার্ট হেয়ারিংএর মাধ্যমে এই সংস্থাতে কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। এই কোম্পানিতে আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে ৩০শে নভেম্বরের মধ্যে।

এই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ই নভেম্বর কিন্তু বর্তমানে সেই সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। এই কোম্পানিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে। ২০২১ সাল পর্যন্ত যারা বিসিএ বিএসসি ইলেকট্রনিক্স বায়োকেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স সিটির মতো বিভিন্ন বিষয়ে পাশ করেছেন তারাই কেবল মাত্র এই আবেদনপত্র জমা দিতে পারবেন।

যারা আগামী বছর এই সমস্ত পরীক্ষাগুলোতে পাস করবেন তারা হয়েই আবেদনপত্র জমা দিতে পারবেন। যাদের দশম এবং দ্বাদশ শ্রেণী, এবং স্নাতকস্তরের ৫০% নম্বর আছে তারাই শুধুমাত্র এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আসুন জেনে নিই আবেদনপত্র আপনি কিভাবে করবেন। এই আবেদন করতে গেলে আপনাকে প্রথমেই Tcs এর ওয়েবসাইটে যেতে হবে।https://www.tcs.com/careers/tcs-off-campus-hiring

এই ওয়েবসাইটে থাকবে টিসিএস এর নেক্সট স্টেপ পোর্টালের লিংক এবং সেখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এবং সেখানেই প্রার্থীদের নিজস্ব বিস্তারিত সমস্ত তথ্য আবেদনপত্র লিখতে হবে এবং সেখান থেকে যেতে হবে অ্যাপ্লাই ফর ড্রাইভ লিঙ্কে। এরপরে আপনার এই আবেদনপত্রটি ট্রাক অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সুতরাং সময় হাতে ভীষণ কম তাই সময়ের সদ্ব্যবহার করে ৩০শে নভেম্বরের মধ্যে যাদের ৫০% নম্বর রয়েছে দশম দ্বাদশ এবং স্নাতক স্তরের প্রার্থীদের তারা আবেদনপত্র করে ফেলুন।