সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তা’লি’বা’ন জ’ঙ্গি হলে স্বাধীনতা সংগ্রামীরাও স’ন্ত্রা’স’বা’দী, বিতর্কিত ব’য়া’ন মৌলানা আরশাদ মাদানীর

আফগানিস্তানের মাটিতে তালিবানি শাসন প্রতিষ্ঠা হওয়াতে কার্যত ভারতের নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে। অথচ ভারতেরই কিছু বাসিন্দা আবার প্রকাশ্যে তালিবানদের সমর্থন জানাচ্ছে! এদের মধ্যে একজন হলো জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি। তার বক্তব্য, তালিবানরা সন্ত্রাসবাদি নয়। তারা নাকি দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছে। তাই তাদের নাকি জঙ্গি বলা চলে না!

তার বিতর্কিত মন্তব্য, তালিবানরা যদি সন্ত্রাসবাদি হয় তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরও সন্ত্রাসবাদি বলতে হবে! এমনকি প্রকাশ্যেই নেহেরু ও মহাত্মা গান্ধীকে সন্ত্রাসবাদি বলেছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতির দাবি ইংরেজদের বিরুদ্ধে যারা লড়েছিলেন তারা প্রত্যেকেই সন্ত্রাসবাদি!

দারুল উলুমের সঙ্গে তালিবানের যুক্ত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, দেওবন্দ আর দারুল উলুমের সঙ্গে তালিবানের জন্য যোগ নেই। বিতর্কিত শরিয়ত আইন প্রসঙ্গে তার বক্তব্য, শুধু এই আইনেই যে ছেলে এবং মেয়েদের একসঙ্গে পড়াশোনা নিষিদ্ধ করা হয় এমনটা নয়। ভারতের বহু স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের একসঙ্গে পড়তে দেওয়া হয় না। তা বলে এমন তো নয় সেই স্কুল কলেজগুলি তালিবানরা তৈরি করেছিল।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মাদানি মুসলিম মহিলাদের ধর্মান্তকরণ নিয়ে চিন্তা জাহির করেছিল। তার দাবি, কোএড শিক্ষাব্যবস্থাই এর পেছনে দায়ী। তাই এই দেশে মুসলিম মেয়েদের পড়াশোনার জন্য আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে খোলা দরকার বলে দাবি তুলেছে মাদানি।