সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসন্ন ধনতেরাসে তিনটি জি’নি’সে’র মধ্যে যেকোন একটি জি’নি’স কিনুন! অভাব হবে না টা’কা’র

আর মাত্র কিছুদিন বাদেই দীপাবলি। দীপাবলীর আগে সারা ভারত জুড়ে যে উৎসব পালন করা হবে তা হলো ধনতেরাস। এই দিনে কার্যত সোনা রুপার গয়না কেনার প্রচলন রয়েছে ভারতে। মনে করা হয়, দীপাবলীর আগের রাতে ধনতেরাসে সোনা-রুপা, নিদেনপক্ষে স্টিল, পিতল, তামার জিনিস কিনলেও সংসারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়।

বিশেষত ধনতেরাসে প্রধানত তিনটি জিনিস কেনার চল রয়েছে। মনে করা হয় এই তিনটি জিনিসের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। একনজরে দেখে নিন এই তিনটি জিনিস।

ছোট স্টিলের চামচ : ধনতেরাসে সোনা রুপা কেনার চল থাকলেও যারা তা কিনে উঠতে পারছেন না তারা ছোট স্টিলের চামচ কিনতে পারেন। তবে এই চামচ অত্যন্ত যত্নসহকারে রাখতে হয়। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

ধনের বীজ : ধনতেরাসে কিনে ফেলতে পারেন ধনের বীজ। এই বীজ লক্ষ্মী পুজোর সময় দেবীকে নিবেদন করে পুজোর পর কিছুটা বীজ একটা মাটির পাত্রে অথবা বাড়ির পেছনের অংশে পুতে দিয়ে বাকিটা সযত্নে তুলে রাখতে হবে।

সোলাহ মেকআপ আইটেম : ধনতেরাসে কোনও বিবাহিত মহিলাকে ‘সোলহা সিঙ্গার’ বা সিঁদুর সমেত লাল শাড়ি উপহার দিলেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। যদি কোনো বিবাহিতা মহিলাকে না পান তাহলে অবিবাহিত মেয়েকেও এই জিনিসগুলি তুলে দিয়ে তাকে আশীর্বাদ করতে পারেন। তাতেও একই ফল পাবেন। তবে মনে রাখবেন ধনতেরাসের দিন কিন্তু ভুল করেও অ্যালুমিনিয়াম বা কাঁচের জিনিস কিনবেন না। কারণ এতে ফল হবে উল্টো।