সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতার আকাশে আজ রাতেই দে’খা যা’বে উল্কাবৃষ্টি, আলো ছো’টা’বে লিরিড

আজ রাত থেকেই দিল্লি, কলকাতা সহ দেশের কয়েকটি শহর থেকে রাতের আকাশে দেখা যাবে লিরিড উল্কাবৃষ্টি। সুদূর মহাকাশ থেকে উড়ে এসেছে ভগ্ন, ছিন্নবিচ্ছিন্ন ধূমকেতুর টুকরো, ধুলো। ছেয়ে গেছে পৃথিবীর চারপাশে।

বায়ুমণ্ডলের সঙ্গে ঘষাঘষি লেগে রাতেই জ্বলে উঠবে। আগুনে ফুলকি আতসবাজির মতো আকাশজুড়ে ছড়িয়ে পড়বে। ২৭০০ বছর ধরে পৃথিবীর আকাশে আলোর রোশনাই ছড়িয়ে দিয়ে যায় লিরিড।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, লিরিড পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার পর থেকে আকাশজুড়ে আলোর মালার মতো ভেসে বেড়াবে উল্কার আগুনে ফুলকি।

আরো পড়ুন: মঙ্গল গ্রহে এবার থেকে বসবাস শু’রু করতে পা’র’বে বিশ্ববাসী! কত খরচ হ’বে? জানালেন ইলন মাস্ক

প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কা ঝরে পড়তে দেখা যাবে। তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে উল্কাবৃষ্টি তেমন ভালভাবে বোঝা নাও যেতে পারে। ভোররাতের দিকে সবচেয়ে ভাল দেখা যাবে।

বিড়লা তারামণ্ডলের জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ধূমকেতু থ্যাচার থেকে লিরিড উল্কা তৈরি হয়েছে। প্রতি বছরই এই উল্কার ভগ্নাংশ পৃথিবীর দিকে ভেসে আসে। এবার উল্কাবৃষ্টি চলবে ২৯ তারিখ অবধি।