সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছু কিছু ব্যাংক FD-তে ১০ শতাংশ সু’দ অ’ফা’র করছে, কোথায় গেলে মিলবে বে’শি সুদ?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করেছে একাধিকবার। এর ফলে দেশের ব্যাংকগুলি তাদের ফিক্স ডিপোজিটের উপর সুদ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকের ১০% কাছাকাছি সুদ দেওয়া হচ্ছে।

যেহেতু গচ্ছিত সম্পদ সুরক্ষিত রাখবার ক্ষেত্রে আমরা নির্ভর করে থাকি ফিক্স ডিপোজিটের উপর। এটা অবশ্যই দেশের ব্যাংক গ্রাহকদের জন্য একটা দারুণ সংবাদ। এখানে বিনিয়োগ করে আমরা সহজেই লাভ পেতে পারি।

দেশের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরো নানান সরকারি ও প্রাইভেট ব্যাংকগুলি তাদের ফিক্স ডিপোজিটের উপর অনেকটাই সুদের হার বৃদ্ধি করেছে।

জেনে নিন কোন ব্যাংকে এফডিতে কত সুদের হার পাবেন আপনি। দুই কোটি টাকা নিচে এফডি সুদের হার বৃদ্ধি করেছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক।

আরো খবর: জেলায় জেলায় জারি সতর্কতা, ঠিক কি হতে চলেছে আবহাওয়ার?

মে মাসের ২০২৩ থেকে তাদের নতুন প্রযোজ্য সুদের হার কার্যকর হয়েছে সাত দিন থেকে ১০ বছরের পর্যন্ত তারা প্রায় ৯.৬০ শতাংশ সুদ দিচ্ছে। ঠিক একইভাবে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক ২ কোটি টাকার নিচে সুদের হার বৃদ্ধি করেছে!

সাত দিন থেকে দশ বছরের মধ্যে প্রায় ৪.৫০ -৯.৫০ শতাংশ সুদের হার অফার করছে! ২ কোটি টাকার নিচে ফিক্স ডিপোজিটে ইকুয়েটাস স্মল ফাইন্যান্স ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে ব্যাপক হারে।

তবে চলতি মাস থেকে নয় এপ্রিল মাস থেকেই তারা তাদের এফডিতে সুদের হার বৃদ্ধি করেছে। সাত দিন থেকে দশ বছরের মেয়াদের মধ্যে ৩.৫০ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে তারা।