সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহালয়ার দিন এই তিনটি কা’জ করুন, দূর হবে পিতৃদো’ষ, জানুন বিস্তারিত

পিতৃপক্ষ চলছে, দেবীপক্ষে দেবীর আগমন ঘটবে তার বাপের বাড়িতে, গোটা বাঙালিরা এখন তারই পথ চেয়ে। মহালয়ায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে তর্পণ এবং শ্রাদ্ধ করা হয়। তর্পণ এবং শ্রাদ্ধ করার জন্য মহালয়ার দিন একটি শুভ দিনদিন, এই শুভদিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য কিছু কাজ করলে খুব শুভ হয়। মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ দিন, এই দিনে যাদের পূর্বপুরুষদের মৃত্যুর কোন তিথি মনে নেই অথবা যারা কোন সমস্যার কারণে শ্রাদ্ধ করতে পারেননি তারা এই দিনটিতে শ্রাদ্ধ করতে পারেন।

মহালয়ার এই দিনটিকে সর্বপিতৃ আমাবস্যা অথবা বিসর্জন অমাবস্যা বলা হয়ে থাকে। এইবারের পিতৃপক্ষ অর্থাৎ মহালয়ের দিনে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে, সূর্য এবং চন্দ্র সূর্যাস্ত থেকে সন্ধ্যে বেলা ৪.৩৪ মিনিট অব্দি হস্ত নক্ষত্রে বিরাজ করবে, যার ফলে তৈরি হবে গজছায়া যোগ এবং যেটি ভীষণ শুভ বলেই মনে করা হয়।

এই যোগ ২০১০ সালে তৈরি হয়েছিল, এই যোগে যদি কোন কাজ করা হয় তবে এটির ফল বিশেষ হয়। যদি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় কোন কাজ করা হয় তবে তার ফল পূর্বপুরুষরা ১২ বছর পর্যন্ত ভোগ করেন। এই গজছায়া যোগে এমন কিছু কাজ আছে যা করলে অত্যন্ত শুভ হয়। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায়,তাদের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় ১৬টি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন, ১৬ টির বদলে আপনি একটি পিতলের প্রদীপও রাখতে পারেন। গোটা রাত ধরে এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে সেদিকেই আপনাকে নজর রাখতে হবে। এর ফলে আপনার পূর্বপুরুষের কোনরকম পিতৃ দোষ থাকলে সেটির ফল শুভ হবে।

এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় যদি ঘি মিশিয়ে পায়েশ তৈরি করে সেটা দান করা হয় তাহলে পূর্বপুরুষরা খুশি হন। অসহায় এবং দরিদ্র মানুষদের খাওয়ানো এবং বস্ত্র দান করা কাজগুলি শুভ ফল দান করে। এই কাজে পূর্বপুরুষেরা প্রসন্ন হন। এই শুভ দিনে যদি, গজেন্দ্র মোক্ষণ পাঠ করা হয় তবে এটি শুভ ফল দান করে। পূর্বপুরুষদের উদ্দেশ্য করে দক্ষিনে মুখ রেখে একটি প্রদীপ জ্বালিয়ে এই পাঠ করতে হবে এবং পড়া শেষে বিষ্ণুকে স্মরণ করে প্রণাম করতে হবে, পূর্বপুরুষদের যদি জিলিপির ভোগ দেওয়া হয় তাহলে তারা ভীষণ প্রসন্ন হন,এবং অবশেষে এই জিলিপি কুকুরদের যদি খাওয়ানো হয় তাহলে তা ভীষণ শুভ ফল দান করে।