সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ত’র’ল অক্সিজেন নি’য়ে বাংলাদেশ ছু’ট’লো ভারতের Oxygen Express

করোনার কবলে জর্জরিত বাংলাদেশ। বিগত কয়েকদিনে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যাটা উত্তরোত্তর বেড়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে তাই আবার কড়া লকডাউন চালু করা হয়েছে বাংলাদেশে। চিন, জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন এসে পৌঁছেছে ওপার বাংলায়। তবে করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের আকাল দেখা দিয়েছে বাংলাদেশে। প্রতিবেশী রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারত।

বাংলাদেশের অক্সিজেনের সংকট মেটাতে ভারত থেকে অক্সিজেন গেছে ওপার বাংলায়। ভারতীয় রেল ‘অক্সিজেন এক্সপ্রেস’ করে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন পৌঁছে দিচ্ছে বাংলাদেশে। ভারতের পাঠানো এই তরল অক্সিজেন বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছোবে। দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য গত ২৪শে এপ্রিল ভারতীয় রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করে।

দেশের বাইরে অক্সিজেন পৌঁছে দেওয়ার লক্ষ্যে অক্সিজেন এক্সপ্রেস ব্যবহার করবে ভারত। ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দশটি কন্টেনারে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বেনাপোল সীমান্তে। ভারতীয় রেলের তরফ থেকে টুইট বার্তায় জানানো হয়েছে যে ইতিমধ্যেই ভারত থেকে অক্সিজেন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের টাটা স্টেশন থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ‘অক্সিজেন এক্সপ্রেসে’ লোডিং করার পরেই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ভারতীয় দূতাবাসের তরফ থেকেও এই খবর ফেসবুকের মাধ্যমে প্রচার করা হয়েছে। ঈদের দিন গ্রিন করিডোর ব্যবহার করে ভারত থেকে ১৮০ টন তরল অক্সিজেন বেনাপোল সীমান্তে পৌঁছেছে।