সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাগাতার বৃষ্টি, ধ’সে’র আ’শ’ঙ্কা’য় উত্তর সিকিমে পর্যটকদের পারমিট বা’তি’ল করলো সরকার

2022 সালের অগাস্ট মাসে ধসের জেরে সিকিমে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন পর্যটকরা। টানা বৃষ্টির জেরে ওই সময় ধস নেমেছিল সিকিমের ইয়ামথাম যাওয়ার পথে লাচুংয়ের কাছে।

এই ধসের জেরে একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। আটকে পড়েছিলেন প্রায় ৭০ পর্যটক। ধসের কারণে চরম সমস্যায় পড়েছিলেন পর্যটকেরা।

এবার সিকিম যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে উত্তর সিকিমের পারমিট বাতিল করল সরকার। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় রাস্তার উপর ধস নামে।

আরো পড়ুন: ১৩,০০০ টা’কা ছা’ড়ে iPhone! সু’যো’গ একদম হা’ত’ছা’ড়া করবেন না

এর ফলে বন্ধ হয়ে যায় রাস্তা। দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কাও। সিকিম সরকার সূত্রে খবর, সরকার এই অবস্থায় পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । এর পাশাপাশি বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে।

বেশ কিছু জায়গায় রাতের বেলা গাড়ি চালানোর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে ধস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।