সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুনরায় চালু হ’চ্ছে কলকাতা টু ঢাকা বাস পরিষেবা, ক’বে থেকে শুরু জেনে নিন

করোনাকালে এক দেশ থেকে আরেক দেশের যাতায়াত ব্যবস্থা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল। যার কারণে পর্যটনের দিক থেকে দারুণ ক্ষতির মুখে পড়েছিল বিভিন্ন দেশ। এই সবের মধ্যে কলকাতা থেকে ঢাকা বাস চলাচলও বন্ধ রাখা হয়েছিল।

তবে গত ২ বছরের পর সেটা আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালের ১২ মার্চ এই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। মাঝখানে চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও, সেটা সংক্রমণ বৃদ্ধির কারণে সম্ভব হয় নি।

কিন্তু এবার পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার কারণেই ফের চালু হচ্ছে বাস পরিষেবা। শ্যামলী যাত্রী পরিবহণের তরফ থেকেই এই খবর জানানো হয়েছে। আগের মতোই এবারও কলকাতা থেকে ঢাকা বাস চলাচলের অনুমতি পাওয়া গেছে ইতিমধ্যেই।

আরো পড়ুন: বিরাট খবর, গুজরাটে বা’না’নো হচ্ছে বিশ্বমানের আয়ুর্বেদিক ওষুধ কে’ন্দ্র, WHO-র সা’থে চু’ক্তি সই কেন্দ্রের

আর সেই সূত্র ধরেই চলতি মার্চ মাসে নয়ত আগামী এপ্রিল মাসের ৪ তারিখ থেকে বাস চলাচল ফের চালু করা হতে পারে। সরকারের তরফ থেকে বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তারিখটা এখনও ঠিকমতো জানানো হয় নি।

তাই রাজ্য পরিবহণ দপতরের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এর মধ্যে ভালো খবর হল, জ্বালানীর দাম বৃদ্ধি পেলেও বাস ভাড়া নাকি আগের হিসেবেই রাখা হবে। বাস চালু হলে আগের নিয়ম মেনেই সোম বুধ শুক্র এই তিনদিন শ্যামলী পরিবহণ সংস্থার বাস চলবে কলকাতা থেকে।

সকাল ৭ টায় সল্ট লেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এই বাস ছাড়বে বাংলাদেশের উদ্দেশ্যে। রবিবার কোনো বাস চলবে না। এদিকে আবার মঙ্গল, বৃহস্পতি, শনিবার ঠিক একই সময়ে বাংলাদেশ থেকে বাস ছাড়বে কলকাতার উদ্দেশ্যে।।