সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট খবর, গুজরাটে বা’না’নো হচ্ছে বিশ্বমানের আয়ুর্বেদিক ওষুধ কে’ন্দ্র, WHO-র সা’থে চু’ক্তি সই কেন্দ্রের

পরম্পরাগত ওষুধের আন্তর্জাতিক কেন্দ্র গুজরাটের জামনগরে তৈরি হতে চলেছে। কেন্দ্র ইতিমধ্যেই এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র সঙ্গে মউ স্বাক্ষর করেছে ।

শুক্রবারই WHO’র সঙ্গে যৌথ পরিচালনায় এই নতুন উদ্যোগে চুক্তিবদ্ধ হয় কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক। গুজরাটের ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা থেকে চলবে এর অন্তর্বর্তীকালীন কাজ।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, বিশ্বকে সুস্বাস্থ্যের অধিকারী করতে ও উন্নত বিশ্ব তৈরিতে আমরা অবদান রাখতে পারব।

এই উদ্যোগকে WHO’র তরফেও ভারত সরকারের স্বাগত জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক টুইটে বলেছে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে পরম্পরাগত ওষুধগুলির মানোন্নয়নের পথে আরও খানিকটা এগিয়ে দেবে এই গ্লোবাল সেন্টার।