সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যু’দ্ধে’র আবহে থমকে নেই অ’স্ত্র সরবরাহ! ভারতকে দ্বিতীয় S-400 মিসাইল সিস্টেম পা’ঠা’চ্ছে পুতিনের দেশ

এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক মহলের হট টপিক। ইউক্রেনকে পরাজিত করতে মরিয়া রাশিয়া। তবে এই মুহূর্তে ও রাশিয়া ভারতকে দেওয়া কথা থেকে পিছিয়ে আসছে না। যুদ্ধের আবহে অস্ত্র আমদানি থমকে থাকেনি।

এই পরিস্থিতিতেও ভারতকে দ্বিতীয় এস 400 মিসাইল সিস্টেম পাঠাতে শুরু করেছে রাশিয়া। আমেরিকার হুমকি উড়িয়ে রুশ তেল কেনার উপহার হিসেবে নতুন দিল্লিকে শীঘ্রই অত্যাধুনিক এবং বিতর্কিত অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া।

বিশিষ্ট সংবাদ সংস্থা সূত্রে খবর, 2021 সালের ডিসেম্বর মাস থেকে ভারতে এস 400 মিসাইল পাঠাতে শুরু করেছে রাশিয়া। পাঞ্জাবে একটি মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন: এবার কি গ’ন্ত’ব্য উত্তরবঙ্গ? NBSTC-র ধামাকাদার প্যা’কে’জে সবুজের প’থে

এবার এপ্রিল মাসের মধ্যেই দ্বিতীয় এস 400 সিস্টেম ভারতে পৌঁছে যাবে। 2023 সালের মধ্যেই অত্যাধুনিক পাঁচটি ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার হাতে চলে আসবে বলে জানানো হয়েছে। চীন এবং পাকিস্তানকে নজরে রেখে দেশের মিসাইল প্রতিরক্ষা মজবুত করে তুলতে মরিয়া ভারতীয় সেনাবাহিনী।

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া ভারতকে এস 400 মিসাইল সিস্টেম পাঠাতে সক্ষম হবে কিনা সেই নিয়ে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের প্রশ্ন জেগেছিল। তবে ভারত যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রের উৎপাদন বাড়াতে শুরু করে। অ্যাটাক হেলিকপ্টার, ট্যাংক ইঞ্জিনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে মিসাইল এবং নজরদারি বিমানসহ বেশ কয়েকটি আধুনিক অস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষামন্ত্রী কবরে দেশীয় অস্ত্র নির্মাতাদের সঙ্গে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। তবে এবার ভারতের পাশে এসে দাঁড়াল রাশিয়া।