সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলেজে পড়া যা’বে না ছেঁ’ড়া জিন্স, কলকাতার কলেজের ফতোয়া নিয়ে বি’ত’র্ক তু’ঙ্গে

কলেজে টর্ণ বা ছেঁড়া স্টাইলের জিন্স পরে আসা যাবে না। কলেজ কর্তৃপক্ষ আদেশ অমান্য হলেই টিসি ধরিয়ে দেবে। এমনই নোটিস জারি করেছে কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ। নোটিসের নিচে অধ্যক্ষের সইও রয়েছে।

তবে, এই ঘটনায় অনেকেই কর্ণাটকের হিজাব বিতর্কের গন্ধ খুঁজে পাচ্ছেন। এদিকে এই নোটিস চোখে পড়তেই ছাত্র-ছাত্রীদের মধ্য়ে অসন্তোষ দেখা গিয়েছে।

মুশকিলটা হচ্ছে হালের ডিজিটালাইজেশনের যুগে জিন্সে একটা কাটা ছেড়া থাকবে না, ভাবলেই দম বন্ধ হয়ে আসে কলেজ পড়ুয়াদের।

আরো পড়ুন: বাংলায় ফে’র ট্রেন দু’র্ঘ’ট’না, আলাদা হ’য়ে গেল তিনটি কামরা

পুরোনো হয়ে গিয়ে ছেঁড়া ফাটা নয়, এহল ট্রেন্ডি ছেড়া-ফাঁটা, যা কিনা জিন্স কোম্পানিগুলিই বাজারে এনেছে। স্বাভাবিকভাবেই এই পোশাক জনপ্রিয়। অধিকাংশ পড়ুয়ারাই এই টর্ণ জিন্স পড়ে কলেজে আসে।

তবে এবার অধ্যক্ষের সই দেওয়া পোশাক ফতোয়া ঘিরে উদ্বেগের মুখে পড়ুয়ার দল। অনেকেই আবার এই ঘটনার সঙ্গে কর্ণাটকের হিজাব বিতর্কের মিল খুঁজে পাচ্ছেন।

গত ৫ ফেব্রুয়ারি নোটিশ জারি করে হিজাব পরা নিষিদ্ধ করেছিল কর্ণাটক সরকার। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। লাগাতার প্রতিবাদের জেরে বেশ অনেকদিন স্কুল কলেজ বন্ধ রাখতে হয় কর্ণাটক সরকার।