সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এমাসেই আসছে ন’য়া মডেল, গাড়ি ল’ঞ্চ হওয়ার আগেই ছবি ও ফিচার্স ফাঁ’স Alto-র

ভারতে গাড়ির হ্যাচব্যাক মডেল গুলি খুবই জনপ্রিয় এবার সেই কথা মাথায় রেখেই মারুতি সুজুকি তাদের জনপ্রিয় alto গাড়ির নতুন মডেল নিয়ে আসতে চলেছে বাজারে।

আগামী ১৮ই আগস্ট এই গাড়ি লঞ্চ হবে যার ছবি ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে ইন্টারনেটে। জানা যাচ্ছে এই গাড়ি বাজারে আসবে মোট ছয়টি রং এ সলিড হোয়াইট, সিল্কি সিলভার, গ্রানাইট গ্রে, সিজলিং রেড, স্পিডি ব্লু ।

বর্তমানে যে অলটোর মডেল রয়েছে তার থেকে অনেকটাই বড় হবে বলে মনে করা হচ্ছে। মোটকথা এবার আরো নতুন নতুন ডিজাইন যোগ করা হবে গাড়িতে। বিশেষ করে বাহ্যিক দিক থেকে একেবারে আলাদা ভাবে দেখা যাবে অলটোকে।

আরো পড়ুন: SSC: উচ্চ প্রাথমিকে ১১০০ জন ডাক না পাওয়া প্রার্থীকে নি’য়ো’গ করার বিজ্ঞপ্তি জা’রি হলো

পুলড ব্যাক হ্যালোজেন ল্যাম্প, ফেন্ডার মাউন্টেড টার্ন ইন্ডিকেটর বর্গাকার টেল লাইট ও স্টিল হুইল কভার সহ বাইরে গ্রিল দেখা যাবে। এবার গাড়ির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক তা আগে অবশ্য গাড়ির আয়তন জেনে নেওয়াটা দরকার,Maruti Suzuki Alto-র দৈর্ঘ্য 3,530 mm, প্রস্থ 1,490 mm ও উচ্চতা 1,520 mm।

এদিকে আবার হ্যাচব্যাকের কথা ভুললে চলবে না, হ্যাচব্যাকের হুইলবেসের দৈর্ঘ্য 2,380 mm, যা আগের মডেলের থেকে 20 mm বেশি। এক কথায় ঢেলে সাজানো হয়েছে নতুন মারুতি সুজুকির অল্টো গাড়ির নতুন মডেলকে।

ফ্লোটিং টাচস্ক্রিন থেকে শুরু করে উইন্ডো বাটন ও সেমি ডিজিটাল অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আরও অনেক কিছু। ইঞ্জিনের কথা যদি বলা যায় এই ইঞ্জিনে সর্বোচ্চ 66 bhp শক্তি ও 89 Nm টর্ক পাওয়া যাবে। সাথে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।