সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোষাগার ফাঁ’কা! টা’কা’র অ’ভা’বে কলকাতা পুরসভার কর্মীদের পেনশন ব’ন্ধ

ব্যাপক আর্থিক সংকটে ভুগছে কলকাতা পুরসভা। তাই এবার কলকাতা পুরসভার পেনশনে কাটছাঁট করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে কলকাতা পুরসভার পেনশন বন্ধ হয়েছে। এই খবরের রীতিমতো উদ্বেগে পড়ে গিয়েছেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। কারণ বিগত 8-9 মাস ধরে তাদের প্রাপ্য পেনশন বকেয়া রয়েছে।

তবে অবশ্য কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন দ্রুত অনিশ্চয়তা কাটিয়ে আর্থিক হাল ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য গত বছর ডিসেম্বরে কলকাতা পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। তিনি শপথ নেওয়ার দিন জানিয়েছিলেন তার মাথায় এখন বিপুল দেনা। আর্থিক টানাটানির মধ্যে থেকে কাজ চালিয়ে নিতে হবে। যা তার কাছে অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়।

তবে তিনি এই সমস্যা সমাধানের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রাজ্য সরকারের থেকে 700 কোটি টাকার আবেদন জানিয়েছেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে 2000 কোটি টাকার ঋণ নিয়েছেন। এভাবেই বকেয়া পূরণ করে ফেলার পরিকল্পনা করেছিলেন তিনি তবে তাতেও কোনো সুরাহা হয়নি। তাই বৃহস্পতিবার তাকে বিজ্ঞপ্তি দিতেই হল।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাসের পর যারা অবসর নিয়েছেন তাঁদেরকে আপাতত পেনশন দেওয়া হবে না। আর্থিক সংকটের কারণ উল্লেখ করা হয়েছে সেখানে। উল্লেখ্য এই মুহূর্তে কলকাতা পৌরসভাতে 22000 স্থায়ী কর্মী রয়েছেন। যাদের বেতন দেয় রাজ্য সরকার। 26000 অস্থায়ী কর্মীকে পারিশ্রমিক দেয় কলকাতা পুরসভা। তাদের বেতন আটকে আছে বলে জানা গিয়েছে।