সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় ফে’র ট্রেন দু’র্ঘ’ট’না, আলাদা হ’য়ে গেল তিনটি কামরা

পশ্চিমবঙ্গে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বেলদার কাছে চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে আলাদা হয়ে যায় তিনটি বগি। মেদিনীপুরে বেলদা স্টেশনের কাছে ট্রেনটি থেমে যায়। প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের রওনা দেয় সেটি।

তবে, অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২৫টি বগির মধ্যে তিনটি বগি আলাদা হয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।

এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদি তড়িঘড়ি রেলের আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন: দশবার ভো’টে জিতলেও একটি মেয়াদের নিরিখেই পেনশন, বিধায়কদের পেনশন নিয়ে ব’ড় সি’দ্ধা’ন্ত ভগবন্তের

ট্রেনটি এরপর ফের হাওড়ার দিকে রওনা দেয়। জানা গিয়েছে, শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ ফলকনুমা এক্সপ্রেস বেলদা স্টেশন ছেড়ে ওড়িশার দিকে যাওয়ার সময় দাঁতন গেটের মাঝে কিছু একটা গোলমাল হয়েছে বলে বুঝতে পারেন রেলের চালক।

এরপরই দেখা যায় মূল ট্রেন থেকে তিনটি বগি আলাদা হয়ে গিয়েছে। এরপরই হইহই শুরু হয়। মূল ইঞ্জিনের আবার সিবিসি জুড়ে দেওয়ার পর রওনা দেয় ট্রেন। রেল সূত্রে খবর, মেকানিকাল সমস্যার কারণে সিবিসি আনলক হয়ে গিয়েছিল।