সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দশবার ভো’টে জিতলেও একটি মেয়াদের নিরিখেই পেনশন, বিধায়কদের পেনশন নিয়ে ব’ড় সি’দ্ধা’ন্ত ভগবন্তের

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রথম বার ক্ষমতায় এসেই রাজনীতিকদের আমদানিতে হাত বসালেন। পঞ্জাবের এই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এক জন যত বারই বিধায়ক নির্বাচিত হোন না কেন, একটি মেয়াদের নিরিখেই পেনশন পাবেন তিনি।

পেনশনে একাধিক মেয়াদের নিরিখে বাড়তি টাকা যোগ হবে না। এক বার বিধায়ক হলে সাধারণত প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে পেনশন পান বিধায়করা।

পরবর্তী একাধিক মেয়াদ পিছু আরও ৬৬ শতাংশ করে টাকা যোগ হয় পেনশনে। বর্তমানে পঞ্জাবে পেনশনভোগী এমন প্রাক্তন বিধায়কের সংখ্যা ২৫০।

ভগবন্ত সেই নিয়মেই এ বার রদবদল ঘটানোর সিদ্ধান্ত নিলেন। শুক্রবার একটি ভিডিও বার্তায় নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ভগবন্ত।

তিনি বলেন, পাঁচবার হোক বা দশবার, যতবারই নির্বাচিত হন না কেন, পঞ্জাবের প্রাক্তন বিধায়করা একটি মেয়াদের নিরিখেই পেনশন পাবেন।