সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খারাপ দিনেও বুকিংয়ের সব টা’কা ফি’রি’য়ে দিয়ে প্রশংসা কু’ড়ো’লো পাহাড়ের হোমস্টে

বর্তমানে করোনার ক্ষেত্রে বিধি নিষেধ জারি হওয়াতে পর্যটন ব্যবসা সবথেকে বেশি মার খেয়েছে। তবে উত্তরবঙ্গের এক হোমস্টের মালিক সম্প্রতি বুকিং ক্যান্সেল হওয়াতে গ্রাহকের সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিয়ে নজির গড়লেন। এই চরমতম দুর্দিনে গ্রাহকের একটি টাকাও কাটেননি তিনি। উপরন্তু পুরো টাকাটাই ফেরত দিয়ে দিয়েছেন।

কালিম্পংয়ের রিসপে অবস্থিত ওই হোমস্টের মালিক গোর্খা সম্প্রদায়ভুক্ত। সাধারণত কোনো হোটেল বা হোমস্টে বুকিং ক্যানসেল হলে সম্পূর্ণ টাকাটা ফেরত দেওয়া হয় না। তবে হোটেল বা হোমস্টের মালিকরা যদি সদয় হোন তাহলে অন্য সময় সেই টাকাটা অ্যাডজাস্ট করে দেন। অনেক ক্ষেত্রে অর্ধেক টাকা ফেরত দেওয়া হয়।

rishop home stay

তবে বুকিং ক্যানসেল হওয়ার পর সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নজির গড়লেন এই ব্যক্তি। ডন দেব সম্প্রতি এই ঘটনাটি ফেসবুকে উল্লেখ করেছেন। তিনি জানাচ্ছেন চলতি মাসের 16 তারিখে বিবাহ বার্ষিকী পালন করতে রিশপের সুনাখারি শেরপা হোমস্টের দুটি ঘর বুক করেছিলেন তিনি। মোট খরচের অর্ধেক 2000 টাকা অগ্রিম অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের জেরে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হলো তাদের। বিষয়টি ওই হোমস্টে মালিককে জানাতেই দেখা যায় তিনি পুরো টাকাটা ফেরত দিলেন। এতটাও আশা করেননি ওই ব্যক্তি। ফেসবুকে এই খবর প্রচার হতেই ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই ওই হোমস্টের মালিকের প্রশংসা করছেন।