Home লাইফস্টাইল বাড়িতে থাকা শু’ক’নো তুলসী গাছ আপনাকে দে’য় অ’শ’নি সং’কে’ত!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে থাকা শু’ক’নো তুলসী গাছ আপনাকে দে’য় অ’শ’নি সং’কে’ত!

হিন্দু ধর্মের তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী গাছ বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে মনে করা হয়। ধর্মে তুলসীকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়েছে। হিন্দু দেব-দেবীদের তুলসী পাতা অর্পণ করা হয়।

বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে হিন্দু ধর্মাবলম্বীরা তুলসী গাছ বাড়িতে রোপণ করেন। তবে হাজার যত্ন নেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে তাহলে সাবধান। হতে পারে বাড়িতে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে।

তুলসীকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। ছাদে তুলসী গাছ রাখলে বুধ দুর্বল হয়। তাই বাড়ির ছাদে তুলসী গাছ রাখার নিয়ম নেই। আবার নতুন তুলসী গাছ বাড়িতে আনার পরই শুকিয়ে গেলে পিতৃদোষের ইঙ্গিত দেয়।

আরো পড়ুন: পৃথিবীর বাইরে থা’ক’তে পারে প্রা’ণ! প্লুটোতে মি’ল’লো বরফের আগ্নেয়গিরি

বারবার তুলসী গাছ শুকিয়ে গেলে সেই পরিবারে পিতৃ দোষের ছায়া আছে বলে বুঝতে হবে। শীতে অতিরিক্ত জল দেওয়ার কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে।

এতে ভয় পাওয়ার কিছু নেই তবে কোনো কারণ ছাড়াই তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অর্থ কঠিন পরিস্থিতির ইঙ্গিত দেয়। বুধের দুর্বলতা এবং অশুভ প্রভাবের ইঙ্গিত দেয় এই ঘটনা।

রামা তুলসী এবং শ্যামা তুলসী, এই দুই রকমের তুলসী রয়েছে। রাম এবং সীতার পদচিহ্ন থেকে রামা তুলসীর উৎপত্তি বলে মনে করা হয়। রাধা এবং কৃষ্ণের পদচিহ্ন থেকে শ্যামা তুলসীর উৎপত্তি বলে মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ রাখলে নিয়ম মেনে পূজা করা উচিত।