সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি গ’ন্ত’ব্য উত্তরবঙ্গ? NBSTC-র ধামাকাদার প্যা’কে’জে সবুজের প’থে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবার পর্যটনের ক্ষেত্রে বিশেষ প্যাকেজের নতুন রুটের সূচনা করেছে। পাহাড় প্রেমীরা এবার একইসঙ্গে পাহাড় এবং সবুজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

নতুন এই প্যাকেজে কোচবিহার থেকে যাত্রা শুরু করে লাভা, রিশপ, পেডং ঘুরে আসতে পারবেন। বুধবার এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই নতুন প্যাকেজের সূচনা করলেন।

করোনা আসার আগেও উত্তরবঙ্গ সফরের মাঝে এমন প্যাকেজের কথা ভাবা হয়েছিল তবে তা সফল হয়নি। করোনার কারণে এই প্যাকেজ টুর বন্ধ ছিল। তবে এবার নতুন করে সব কিছু শুরু করা হচ্ছে।

আরো পড়ুন: এবার গুজরাট, রামনবমীর মি’ছি’লে হামলাকারীদের বাড়িঘর ভে’ঙে দি’লো বুলডোজার

এন বি এস টি এর তরফ থেকে জানানো হয়েছে 2 রাত এবং 3 দিনের জন্য মাথাপিছু 7000 টাকা খরচ পড়বে এই প্যাকেজ ট্যুরে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বুকিং।

এই প্যাকেজে একসঙ্গে অনেকগুলো পয়েন্ট ঘুরে আসা যায়। হাতে কয়েকদিন সময় থাকলে পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সের বিভিন্ন রুটে ঘুরে আসতে পারবেন এন বি এস টি সির বাস ব্যবহার করে।

যারা দল বেঁধে ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প অনেক বেশি লাভজনক বলে মনে করছে এন বি এস টি সি। ভবিষ্যতে এর সঙ্গে আরও অনেক রুট যুক্ত করা হতে পারে।