সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলায় জেলায় জারি সতর্কতা, ঠিক কি হতে চলেছে আবহাওয়ার?

আজ সোমবার থেকে ঘূর্ণিঝড় মোকার প্রভাব শুরু হয়ে গেছে উপকূলের রাজ্যগুলোতে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উতত্তর ও দক্ষিণ উপকূলে বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রের রায়ালসীমা এলাকায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই।

তাছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকঘন্টার মধ্যেই নাকি ভারী বৃষ্টিপাত শুরু হবে নেল্লোর, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, আনাকাপল্লী, এলুরু, কাড়াপা, চিত্তুর, গোদাবরী, কৃষ্ণা, পার্বতীপুরম, পলনাড়ু, প্রকাশম সহ আরও বিভিন্ন অঞ্চলে।

মৌসম ভবনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল আজ ৮ ই মে থেকে আন্দামান ও নিকোবরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরও বেশী বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। দ্বীপ্পুঞ্জে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে।

মতসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আগামী কয়েকদিন। এদিকে ওড়িশার কথা যদি বলা যায় , সেখানেও নাকি ইতিমধ্যেই পরিস্থিতি খুবই খারাপের দিকে। আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ওড়িশার ১৮ টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

আরো খবর: প্রাথমিকে কি কি ত’দ’ন্ত হচ্ছে? CBI-কে প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

বিশেষ করে কটক, পুরী, ভদ্রক, জাজপুর ও কেন্দ্রাপাড়া সহ আরও বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল নিন্মচাপ সৃষ্টি না হলে বলা মুশকিল ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পরবে? তবে ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিন্মচাপ সৃষ্টি হয়েছে।

৯ তারিখের পর এই নিন্মচাপ উত্তর দিকে এগোতে থাকবে আর সেই কারণেই ১০ তারিখ সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন রাজ্যে কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, মহারাষ্ট্র সমস্ত রাজ্যে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।