সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

E Property Card: কেন্দ্রের স্বামীত্ব প্রকল্পের অধীন লক্ষ লক্ষ পরিবার পাবে সু’খ-স’মৃ’দ্ধি, জানুন পু’রো বিষয়

গ্রামীন এলাকায় সম্পত্তির মালিকানা নিয়ে যে বিবাদ নিরন্তর ঘটেছে তার সমাধান সূত্র খুঁজে বের করেছে কেন্দ্রীয় সরকার। শব্দ পেয়ে কেন্দ্রের তরফ থেকে চালু করা হলো স্বামীত্ব যোজনা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই যোজনার কথা ঘোষণা করলেন। এদিন একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেন প্রধানমন্ত্রী।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী স্বামীত্ব যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, পঞ্জাবের কিছু গ্রামে এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। প্রকল্পের আওতায় উত্তর রাজ্যগুলিতে প্রায় ২২ লক্ষ পরিবারকে প্রোপার্টি কার্ড তৈরি করে দিয়েছে কেন্দ্র।

পঞ্চায়েত মন্ত্রকের আওতায় চালু হয়েছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বসবাসকারীদের সম্পত্তির অধিকার দেওয়া হবে। এবার থেকে বাসিন্দারা তাদের সম্পত্তিকে আর্থিক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে পারবেন। কেন্দ্রে তরফ থেকে এই সম্পদের মাধ্যমে ঋণ পাবেন। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে এই প্রকল্প গ্রামীণ এলাকায় জমির সীমানা নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

মোদি সরকারের তরফে গ্রামোন্নয়নে মহিলাদের স্বনির্ভরের প্রকল্পের কাজ শুরু হয়েছে। সংসদ আদর্শ গ্রাম যোজনা এবং ই শ্রম পোর্টালের কাজ শুরু হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন স্বামীত্ব যোজনা। এ প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষের অত্যন্ত সুবিধা হবে বলে মনে করা