Home রাজনীতি ২০ কোটি টা’কা উদ্ধারের সঙ্গে দলের কো’নো সম্পর্ক নেই, যা’রা যুক্ত তারাই...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০ কোটি টা’কা উদ্ধারের সঙ্গে দলের কো’নো সম্পর্ক নেই, যা’রা যুক্ত তারাই উত্তর দেবেন: কুনাল ঘোষ

সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসন থেকে ইডি তল্লাশি চালিয়ে কুড়ি কোটি টাকা উদ্ধার করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এই টাকা সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন ইডি যে টাকা উদ্ধার করেছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই।

এই তদন্তে যাদের নাম উঠে আসছে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাদের এবং তাদের আইনজীবীদের উপর ছেড়েছেন কুনাল ঘোষ। দলের নাম জড়িয়ে কেন প্রচার চালানো হচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরো পড়ুন: গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তোলপাড় রাজ্য রাজনীতি

কুনাল ঘোষ বলেছেন তৃণমূল কোন অন্যায়কে প্রশ্রয় দেবে না। উল্লেখ্য অর্পিতা মুখোপাধ্যায় নামের যে মহিলার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকার নগদ উদ্ধার করা হয়েছে তিনি রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।


তার থেকে কুড়িটি মোবাইল ফোন করা হয়েছে এবং তার সঙ্গে সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮ঃ১০ মিনিট নাগাদ ইডির টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয়।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দিদি জানাই টালিগঞ্জের একটি আবাসনে তল্লাশি চালিয়ে কুড়ি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।