সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র খরচ বাবার থেকে নেওয়া মেয়েদের অধিকার, ব’ড় রা’য় দিলো হাইকোর্ট

অবিবাহিত মেয়েদের বিয়ের খরচ দেবে বাবারাই, বাবার উচিত মেয়ের বিয়ের সমস্ত খরচ বহন করা। প্রসঙ্গত বাবার বিরুদ্ধে দুই মেয়ে একটি মামলা দায়ের করেছিলেন আর তাতেই এমন রায় দিয়েছে কেরল হাইকোর্ট। আদালতের আইনজীবী জানিয়েছেন বিয়ের জন্য বাবার থেকে ন্যায্য খরচ চাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকটি মেয়ের যে কোন ধর্মের ক্ষেত্রেই এটা বলবত হওয়া উচিত।

ধর্মীয় বেড়াজাল এক্ষেত্রে কোন বাধা মানবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি। আদালত থেকে বিয়ের জন্য কেরলের ওই দুই মেয়েকে ১৫ লাখ টাকা খরচ দেওয়ার নির্দেশ দেওয়া হয় তার বাবাকে। প্রসঙ্গত পরিবার ও বাবার থেকে আলাদা থাকেন ওই দুইজন। তাদের বয়স যথাক্রমে ২৬ বছর এবং ২১ বছর তারা বাবার কাছে বিয়ের জন্য দাবি করেছিলেন ৪৫ লাখ টাকা।

কিন্তু বাবা এই খরচ দিতে অস্বীকার করেন শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন ওই দুই মেয়ে বাবার দাবি বর্তমানে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেন না মেয়েরা দীর্ঘদিন ধরে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। হঠাৎ বিয়ের জন্য খরচ চাইতে পারেন না তারা।

আরো খবর: বাড়িতে কি সারাদিন ফ্রি’জ চলছে? এই নিয়ম মা’ন’লে ইলেক্ট্রিক বিল কম আ’সবে!

এদিকে ওই দুই সন্তান দাবি করেন বাবার সম্পত্তির উপর তাদের আইনি অধিকার রয়েছে সেই দাবিতেই এই খরচ চান তারা। ওদিকে ওই দুই কন্যা আরও দাবি করেন বাবার সম্পত্তি তিনি একা করেননি তাদের মা এবং মামা বাড়ির অবদান রয়েছে।

তাদের মা অন্য ধর্মের সেই কারণেই বাবা কন্যাদের বিয়ের খরচ দেবেন না।  শেষ পর্যন্ত এই আইনি লড়াই এ বিয়ের জন্য দুই মেয়েকে সাড়ে সাত লাখ টাকা করে এবার নির্দেশ দিয়েছে আদালত।

পারিবারিক আদালতের ওই নির্দেশকে অমান্য করে তারা হাইকোর্টে যান শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ মেয়ের বিয়ে দেবেন বাবা এতে অস্বাভাবিকের কি আছে।

সাধারণ মানুষের চোখে মেয়ের বিয়ের খরচ বাবাই দেন অন্তত এটাই নিয়ম এটাই ধর্মীয় বাধা থাকা উচিত নয়।আদালত ওই দুই মেয়েকে বিয়ের জন্য তার বাবাকে যথাক্রমে ১৫ লাখ করে টাকা দেবার কথা নির্দেশ দিয়েছে।