সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভো’টে বিরোধীরা প্রার্থী দি’তে পারবে না, হু’ম’কি দি’য়ে বসলেন টিএমসি বিধায়ক

ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ আবারও বিতর্কে জড়ালেন। তিনি প্রকাশ্য জনসমক্ষে দাঁড়িয়ে বিরোধী দলের নেতাদের হুমকি দিয়ে শিরোনামে।

এক কর্মিসভায় সরাসরি বিরোধী নেতাকর্মীদের হুমকি দিতে শোনা গেল তাঁকে।হশনিবার সন্ধ্যানাগাদ হাওড়ার জগদীশপুরের একটি কর্মিসভায় যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

সেখানেই পঞ্চায়েত ভোটের ব্যাপারে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই কর্মিসভার মঞ্চ থেকে প্রকাশ্য জনসমক্ষে তাঁকে বলতে শোনা যায়, পঞ্চায়েত ভোটে যেন কোথাও বিরোধীরা প্রার্থী দিতে না পারে।

আরো পড়ুন: উত্তর কলকাতার লাইফ লাইন নতুন টালা ব্রি’জ চা’লু হ’বে পুজোর আগেই!

প্রার্থী দিলেও যেন একটি ভোটও না পায় সেই ব্যবস্থা করতে হবে আপনাদের। বিজেপি এই বিধায়কের এহেন বক্তব্যকে যে খুব একটা সাদা চোখে দেখেনি তা বলাই বাহুল্য।

বিজেপির দাবি, আগের বারের মত এবারও পঞ্চায়েত ভোট বিরোধী শূন্য করতে চাইছে তৃণমূল। অবাধ নির্বাচন হলে শাসকদলের যে হার নিশ্চিত তা তারা জানে।

তাই একের পর এক নির্বাচনকে প্রহসনে পরিনত করে ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল। মানুষ সবই দেখছে। সুযোগ পেলেই জবাব দেবে।