সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুগলের 4G ফিচার ফো’ন এলো বা’জা’রে, দা’ম শুনলেই হবেন হতবাক

আধুনিক এই স্মার্টফোনের যুগে ফিচার ফোন খানিকটা কোণঠাসা হয়ে পড়লেও এখনো বহু মানুষের কাছে ফিচার ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণরা এখনো ফিচার ফোন ব্যবহার করতে ভালোবাসেন। এবার সাধারণ মানুষের সুবিধার্থে একেবারে জলের দামে 4g ফিচার ফোন আনলো গুগোল। WizPhone WP006 ফোনের এই মডেলটি KaiOS প্রসেসে চলে।

এতে গুগোল অ্যাসিস্ট্যান্ট এর জন্য আলাদা বাটন থাকবে। জিও এবং নোকিয়া 4g ফিচার ফোনে এই বোতাম রয়েছে। এর মাধ্যমে ভয়েস কল, মিউজিক ভিডিও প্লে করা হয়ে যাবে। মেসেজ পাঠানো যাবে। ইন্দোনেশিয়ার গুগোল টিম এই নতুন মডেল প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যাবে এই মডেলে।

আঠারোশো এমএইচ ব্যাটারি যুক্ত এই ফোনটি একবার চার্জ দিলে সাড়ে 300 ঘন্টা চলবে। এর রাম 512mb এবং ইন্টারনাল স্টোরেজে 4gb। এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যা দিয়ে বেশ কাজ চালানো যায়। এমন একটি ফোনের দাম অত্যন্ত কম রাখা হয়েছে সংস্থার তরফ থেকে। গুগোল এর তরফ থেকে এই ফোন মাত্র পাঁচশো টাকার বিনিময়েই তুলে দেওয়া হচ্ছে গ্রাহকের হাতে।