সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে কি সারাদিন ফ্রি’জ চলছে? এই নিয়ম মা’ন’লে ইলেক্ট্রিক বিল কম আ’সবে!

ঘরে বাইরে সর্বত্র প্রচন্ড গরম। বাইরে তো বটেই এমনকি ঘরেও টেকা যাচ্ছে না গরমের জ্বালায়। বৃষ্টি ছাড়া এখন স্বস্তি নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আর বাইরে থেকে এসে মানুষ ভরসা করছেন ঠান্ডা জলের উপর। ফ্রিজের ঠান্ডা জল সবকিছুকে যেন হার মানিয়ে দেবে।

এসি কিংবা ফ্যানের মতোই অত্যাবশ্যকীয় এক বৈদ্যুতিক যন্ত্র ফ্রিজ। এই সময় বিদ্যুতের বিল প্রচুর ওঠে কারণ ২৪ ঘণ্টায় ফ্রিজ চলে। বিদ্যুৎ বিলের ভয়ে ফ্রিজ বন্ধ করে রাখলেই ব্যাস। সেই ফ্রিজ আর কোনদিন ব্যবহার করতে পারবেন না। কিন্তু তিনটি জিনিস মাথায় রাখলে ফ্রিজ চালালেও বিদ্যুৎ বিল কম আসবে।

আবহাওয়া এবং আপনার প্রয়োজন অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা নির্ধারণ করতে হবে। শীত এবং গরমে ফ্রিজের তাপমাত্রা কিন্তু একই রকম হয় না। গরমে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারেন তবে মাঝেমধ্যে ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিন তাতে ফ্রিজে রাখা খাবার নষ্ট হবার ভয় থাকবে না।

আরো খবর: পঞ্চায়েত ভোট ক’বে? মুখ্যমন্ত্রীর কথাতেই ইঙ্গিত পাওয়া গে’লো!

প্রয়োজনীয় জিনিস বার করে অনেকেই ফ্রিজের দরজা খুলে রেখে চলে যান কিন্তু এটা একেবারেই ঠিক নয় এতে ভিতরে ঠান্ডা বেরিয়ে যায়। ফ্রিজের কম্প্রেসারের উপরে চাপ পড়ে। তাই জিনিস বার করে নেওয়ার পর ফ্রিজের দরজা কিন্তু বন্ধ করে রাখতে হবে।

কেউ কেউ আবার ভাবেন ফ্রিজে বেশি জিনিসপত্র রাখলে বিল বেশি ওঠে এই ধারণা কিন্তু একদম ভুল। বরং ফ্রিজের ভিতরে ফাকা জায়গা থাকলে তাপমাত্রা বাড়বে।

তাই ফ্রিজ কখনো খালি অবস্থায় রাখবেন না ফ্রিজ সবসময় খাবার কিংবা প্রয়োজনীয় সবজি ফল দিয়ে ভর্তি করে রাখুন। তবে ফ্রিজে জিনিস এমন ভাবে রাখতে হবে যাতে বাতাস যথেষ্ট ভাবে চলাচল করতে পারে।