সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’লো উদ্যোগ, “বেবি বার্থ”-র সুবিধা নিয়ে এ’লো ভারতীয় রেল, কোন ট্রেনে মি’ল’বে এই সুবিধা?

যাত্রী সুবিধার থেকে একের পর এক পরিষেবা প্রদান করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এবার ভারতীয় রেলওয়ের তরফ থেকে ট্রেনের বার্থের এক বিশেষ পরিষেবা প্রদান করা হলো।

ট্রেনের সাধারণ বার্থের সঙ্গে এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি বার্থে জোড়া রয়েছে বিশেষ ধরনের বার্থ। অনেকের মনেই প্রশ্ন উঠছে কেন সাধারণ বার্থের সঙ্গে এই বিশেষ ধরনের বার্থ জুড়ে দেওয়া হয়েছে।

লখনৌ রেলওয়ে তরফ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিচের বার্থের সঙ্গে এক্সট্রা বার্থ জুড়ে দেওয়া হয়েছে এটিকে বলা হচ্ছে বেবি বার্থ। ছোটদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন: ওড়িশার দিকে ধে’য়ে আ’স’ছে অশনি, কলকাতা সহ একাধিক জেলায় স’ত’র্ক’তা জা’রি মৌসম ভবনের

ঘুরতে বেরিয়ে বাচ্চাদের নিয়ে এবার থেকে আর সমস্যার মুখে পড়তে হবে না। ছোটদের নিয়ে বেড়াতে বের হলেও এবার দারুন সুবিধা থাকছে।

এতদিন বাচ্চাকে নিয়ে একই বার্থে শুতে অসুবিধার মুখে পড়তেন মায়েরা। এবার থেকে তাদের বিশেষ সুবিধা হবে। প্রয়োজন অনুসারে এই বার্থ ভাঁজ করেও রাখা যায়।

অতএব নিজের ইচ্ছেমত এবং প্রয়োজন মত ব্যাবহার করতে পারবেন। বার্থের পাশে একটি স্টপার দেওয়া আছে। এর ফলে শিশু নিচে পড়ে যাবে না।

প্রয়োজন অনুসারে সিট নামানো বা উঠানো যায়। কেবলমাত্র নিচের বার্থের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের বগিতে 12, 17 ইত্যাদি সিটের নিচে এই সুবিধা পাওয়া যাবে। লখনৌ ডিআরএমওএর তরফ থেকে টুইট বার্তায় এই খবর জানানো হয়েছে।