সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইরাকের সে’না ঘাঁ’টিতে একাধিক র’কে’ট হা’ম’লা! মার্কিন F-16 বি’মা’ন’কে নি’শা’না করে গোলাগুলি

ইরাকের সেনঘাঁটিতে আছড়ে পড়ল একাধিক রকেট, নিশানায় মার্কিন F-16 যুদ্ধবিমান।আরও একবার রকেট হামলা ইরাকের বায়ুসেনা ঘাঁটিতে। একের পর এক পাঁচটি রকেট আছড়ে পড়ল দেশটির বালাদ এয়ারবেসে।ওই ঘাঁটিতেই রয়েছে বেশ কয়েকটি মার্কিন F-16 যুদ্ধবিমান।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বাগদাদের উত্তরে অবস্থিত বালাদ বিমানঘাঁটি আছড়ে পড়ে অন্তত পাঁচটি রকেট। তবে ওই হামলায় কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।তবে বিস্ফোরণে দুই মার্কিন ও এক ইরাকি কর্মী আহত হয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে, ওই সেনাঘাঁটিতেই রয়েছে ইরাকি বায়ুসেনার F-16 যুদ্ধবিমান।

এমনকি,সেখানেই আমেরিকায় তৈরি বিমানগুলির রক্ষণাবেক্ষণের কাজ করে স্যালিপোর্ট নামের একটি মার্কিন সংস্থা। ফলে জঙ্গিদের আসল নিশানায় মার্কিন যুদ্ধবিমানগুলি ছিল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। গত বছর লাগাতার রকেট হামলার মুখে নিরাপত্তাহীনতার অভিযোগে বালাদ বায়ুসেনা ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেয় মার্কিন অস্ত্র নির্মাণকারী সংস্থা লকহিড মার্টিন।

প্রসঙ্গত,এবার ফের হামলা হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে ইরাকে থাক মার্কিন কর্মীদের নিরাপত্তা।এহেন হামলার জন্য বরাবর ইরানের বিরুদ্ধে আঙুল তুলে এসেছে আমেরিকা। ইরাকে মার্কিন সেনাঘাঁটিগুলিতে তেহরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী শিয়া সংগঠনগুলি হামলা চালাচ্ছে বলে অভিযোগ ওয়াশিংটনের।