সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

না’রী’রা সিঁ’থি’তে সিঁদুর পরার সময় এই সামান্য ভুলগুলো করছেন! অ’শা’ন্তি নে’মে আসতে পারে সংসারে

ভারতের সনাতন সংস্কৃতিতে বিয়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সিঁদুর দান, যেটা ছাড়া বিয়ে কখনোই সম্পূর্ণ হতে পারে না। সিঁদুর পরাটা অথবা না পরা এই ব্যাপারটা এখন সকলের রুচির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

তবে বর্তমানে এই সিঁদুর পরাটা একটা স্টাইল স্টেটমেন্টের কাজও করছে। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে ১৬ সিঙ্গার বিষয়ে যারা অন্যতম উপাদান হচ্ছে সিঁদুর। এই সিঁদুর পরার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি রয়েছে বহু কাল ধরেই ।

এছাড়া নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে পড়তে দেওয়াও উচিত নয়, এতে সংসারে বিপদ ঘনিয়ে আসতে পারে।

স্নান করার পর অথবা ভিজা চুলে কখনো এই সিঁদুর পড়া উচিত নয়।

আরো খবর: কুনো জাতীয় উদ্যানে চার শাবকের জন্ম দিলো নামিবিয়া থেকে আসা চিতা, খুশির হাওয়া

যদি শাশুড়ি মা,মা অথবা কোন গুরুজন সিঁদুর উপহার হিসেবে দেন তাহলে সেটা খুবই শুভ।

অনেকেই চুল দিয়ে সিঁদুর আড়াল করে ঢেকে রাখেন কিন্তু এটা আসলে একদমই ঠিক নয়।

এই বিষয়গুলি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মত অনুযায়ী বলা হয়েছে।