সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Nokia 6600 ফে’র নয়া লু’কে কামব্যাক করছে, দাম ও ফি’চা’র্স এক ন’জ’রে

Nokia 6600 এই ফোনের কথা কি আপনাদের মনে আছে? একটা সময় যখন ফিচার ফোনের রমরমা বাজার তখন কিন্তু এই ফোন ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় রমরমা ব্যাটিং করেছে। এই ফোন সেই সময়কার ফিচার ফোনের মধ্যে সবথেকে বেশি আপডেটেড ছিল। কারণ ফিচার ফোন হলেও এই ফোনের মধ্যে স্মার্ট ফোনের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল।

এবার সেই ফোন নাকি আবার ফিরতে চলেছে বাজারে। আজ্ঞে হ্যা Nokia 6600 এ ফোন নাকি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। তার মধ্যে এই ফোনের মধ্যে থাকবে নতুন চমক, তার মধ্যে ৫ জি সিম সাপোর্ট অন্যতম। Nokia 6600 5G Ultra নামে বাজারে আসতে চলেছে এবার।

বর্তমানে HMD Global নামক একটি সংস্থা Nokia র ফোন তৈরী করে থাকে। এই ফোনের লঞ্চের কাজ তারা শুরু করে দিয়েছে, তবে কবে নাগাদ আসবে সেটা সত্যিই বলা মুশকিল। তবে Nokia 6600 5G Ultra ফোনের স্পেসিফিকেশন অফ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরো খবর: ১০ মার্চ বেতন বৃ’দ্ধি’র জন্য ধর্মঘট নয়, অধিকার আ’দা’য় করার জন্যই! বা’র্তা আন্দোলনকারীদের

এই ফোনে থাকতে চলেছে 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। সাথে 7K Corning Gorilla Glass প্রোটেকশন, যেটা রিফ্রেশ রেট 120Hz। এই ফোনের প্রসেসর ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 8 Gen 2 5G ।

বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যাবে ঐ ফোন 8GB ও 12GB RAM এবং 128GB ও 256GB স্টোরেজের সঙ্গে। এখন এই সমস্ত ফিচারের সাথে যদি ফোন আসে তাহলে ফোনের দাম ৩৩,৯০০ টাকার মতো অনুমান করা হচ্ছে।