সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুনো জাতীয় উদ্যানে চার শাবকের জন্ম দিলো নামিবিয়া থেকে আসা চিতা, খুশির হাওয়া

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে খুশির হাওয়া। এক মহিলা চিতা চার শাবকের জন্ম দিয়েছে বলে জানা গেছে। এই নিয়ে বুধবার টুইট করে এই সুসংবাদ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই গর্ভবতী চিতাটির উপরে আলাদা করে খেয়াল রাখছিল বনকর্মীরা।

অবশেষে এদিন চার শাবকের জন্ম দেয় সে। সুস্থ আছে মা এবং শাবকেরা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেন, “অভিনন্দন! অমৃত কালের (স্বাধীনতার অমৃত মহোৎসব) সময় আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ১৭ সেপ্টেম্বর ২০২২-এ ভারতে আনা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে।” টুইটটিকে মোদিকে ট্যাগও করেন ভূপিন্দর যাদব।

এই মহিলা চিতা গুলিকে গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ২২ ডিসেম্বর নামিবিয়া থেকে ৮টি চিতাকে আনা হয়েছিল। তারই একটি ছিল মহিলা চিতা শাশা।কুনো জাতীয় উদ্যানে সূত্রে জানা গিয়েছে, ভারতে আসার আগে থেকেই কিডনির অসুখে ভুগছিল শাশা। এর জন্য চিকিৎসাও শুরু করেছিল বন দপ্তর।

আরো খবর: দু’র্নী’তি’র সমুদ্র এটি, আমি হাবুডুবু খাচ্ছি, কা’র্য’ত স্বী’কা’র করে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

যদিও শেষরক্ষা হয়নি। তবে এদিন চার শবকের জন্মের পরে বদলে গেছে জাতীয় উদ্যানের আবহাওয়া। দেশে চিতার সংখ্যা বাড়ানোর জন্যই আফ্রিকার দেশ নামিবিয়া থেকে গত বছর চিতা আনা হয়েছিল ভারতে।

গত বছর ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ১২টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল। প্রধান মন্ত্রীর উদ্যোগেই শুরু হয়েছিল সেই প্রকল্প। এই চার শাবকের জন্মের পর তাদের সেই কর্মসূচি আরো একটু পূর্ণতা পেলো বলে মনে করছেন কুনো জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ।