সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রুশ হা’ম’লা’য় ক্ষতিগ্রস্ত দেহরক্ষীকে আ’র্থি’ক সহায়তা RRR খ্যা’ত রামচরণের

রুশ বনাম ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করেছে। ইউক্রেনের উপর গত ২৪ ফেব্রুয়ারি অতর্কিত আক্রমণ করেছিল রাশিয়া। শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধের জেরে ইউক্রেনের বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফসফরাস বোমার বিস্ফোরণে ক্ষতবিক্ষত দেশের অনেকাংশ। একাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ইউক্রেনীয় প্রদেশে রোজ নিত্যনতুন বোমাবর্ষণ। রাজপথে উপচে পড়ছে মৃতদেহের স্তূপ। রাশিয়ার মতো প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে দমিয়ে দেওয়ার ক্ষমতা নেই ইউক্রেনের। এই ভয়াবহ রুশ ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়।

আরো পড়ুন: ক্যানসার থেকে নিজেকে বাঁ’চা’তে এই ৫ ত’থ্য বে’শ গুরুত্বপূর্ণ! আপনিও জেনে নিন

আর অভিনেতার এহেন উদ্যোগে ইউক্রেনের নাগরিক তথা সামরিক সদস্য সকলেই ভীষণ খুশি। এবার ঘটেছে এক অন্যরকম ঘটনা, অভিনেতা রামচরণের তারা মানবিকতার প্রশংসা করেছেন।

ইউক্রেনীয় ওই দেহরক্ষী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রামচরণের মানবিকতাকে কুর্নিশ জানিয়ে বললেন, “আমি রাস্টি। রামচরণের ইউক্রেনে শ্যুটিং-এর সময় আমি তার দেহরক্ষী ছিলাম। সেই সম্পর্ককে মাথায় রেখেছন উনি, আর দেশের এমন দুর্বিষহ সময়ে খোঁজ নিতে ভোলেননি ভারতীয় অভিনেতা।

নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করেছেন রাস্টি তুমি ঠিক আছো? পরিবারের সবাই কেমন আছেন? সঙ্গে আরও বলেন তোমার এবং তোমার পরিবারের জন্য আমি কিছু করতে পারলে খুশি হব। রামচরণের প্রশ্নের উত্তরে রাস্টি জানান, সে সামরিক বাহিনীতে যোগদান করেছে। আর ঠিক তারপরই রাম রাস্টিকে টাকা পাঠান।

আর তাতেই বেজায় খুশিতে ইউক্রেনের সেই পরিবারের চোখে জল। রাস্টি রামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন আপনার এই সাহায্য কখনো ভুলব না। এখন পরিস্থিতি অনেকটা ভাল ঠিকই, কিন্তু যুদ্ধ শেষ হয় নি, নিজেদের ঘর পরিবারকে যথাসম্ভব রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, RRR ছবির শ্যুটিং চলাকালীন রামচরণের পরিচয় হয় ইউক্রেনের এই নিরাপত্তারক্ষী রাস্টির সঙ্গে। মাঝখানে বেশ অনেক দিন কেটে গেছে ঠিকই, কিন্তু রাম তাকে ভুলে না গিয়ে এহেন পরিস্থিতিতে তার পাশে দাঁড়াতে চেয়েছেন। এতেই আপ্লুত রাস্টি। আর এই ঘটনা নেট দুনিয়ায় আজ ভাইরাল। রামচরণের মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।