সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্যানসার থেকে নিজেকে বাঁ’চা’তে এই ৫ ত’থ্য বে’শ গুরুত্বপূর্ণ! আপনিও জেনে নিন

ক্যানসার রোগ যে কি ভয়ানক একটি রোগ তাতে যিনি আক্রান্ত হয়েছেন তিনি জানেন, আর সেই আক্রান্ত রোগীকে যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাই জানেন। তাই অধিকাংশ মানুষের কাছে এটি একটি তীব্র আতঙ্ক ছাড়া আর কিছু নয়।

এই রোগ প্রসঙ্গে বিশেষজ্ঞদের বক্তব্য, ক্যানসারের ফলে শরীরে তৈরি হতে পারে নানান সমস্যা। শরীরে যে অস্বাভাবিক কোষগুলি তৈরি হয়, সেগুলিই হল ক্যানসার কোষ। ক্যানসার কোষের বৃদ্ধির ফলে সেখান থেকে তৈরি হয় ম্যালিগন্যান্ট টিউমার।

এই টেকনোলজির যুগে চিকিৎসাশাস্ত্রও অনেক এগিয়ে গেছে। তবুও এই রোগ নিরাময় হচ্ছে না। এমনকি রোগটি ধরার পরেও কোনো কূলকিনারা করতে পারছেন না চিকিৎসকরা। তাই প্রতিটি মানুষের মধ্যে ক্যানসারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

আরো পড়ুন: ভা’বা যায়! গত ২ দিনে ১১০০ টি ভূমিকম্প, জা’রি উ’চ্চ স’ত’র্ক’তা

বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে থাকা বিভিন্ন ভুল ধারণা ক্যানসারের ব্যাপারে আরও ভীতি জাগিয়ে তোলে। তাই এই মারণ রোগ সম্পর্কে কিছু তথ্য প্রথমেই জেনে রাখা প্রয়োজন।

• টিউমার মানেই ক্যানসার নয়

শরীরের হঠাৎ কোনও জায়গা ফুলে ওঠা মানেই টিউমারের সংকেত! এসব ক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে কিছু টেস্টও করাতে হতে পারে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে সব টিউমার ক্যানসার নয়। তাই প্রথম থেকেই ভয় পাবেন না।

• জিনের ভূমিকা রয়েছে

ক্যানসারের মতো জটিল রোগের অনেক কারণ থাকতে পারে। গবেষণায় এও প্রমাণ পাওয়া গেছে যে ক্যানসারের পিছনে জিনের ভূমিকাও রয়েছে। তাই আপনার পরিবারে যদি ক্যানসার আক্রান্ত কোনো রোগী থাকে তাহলে সেক্ষেত্রে আপনারও এই সমস্যায় আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই এই বিষয়েও সাবধান এবং সচেতন থাকতে হবে।

• ক্যানসার ছোঁয়াচে নয়

এই আধুনিক সমাজেও বহু মানুষ বিশ্বাস করেন যে ক্যানসার ছোঁয়াচে। তাই এই মানুষগুলির মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া ভীষণই জরুরি। কারণ এমন চিন্তাধারা থেকেই ক্যানসার রোগীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, এমনকি চিকিৎসাতেও অনেক গাফিলতি ধরা পড়ে।

আরো পড়ুন: মার্চ মাসেই পরপর ২ দিন ব্যাংক ধর্মঘট, ভু’গ’তে হবে গ্রাহকদের

• ​ব্রেস্ট ক্যানসার

সমস্ত ক্যানসারের মধ্যে ব্রেস্ট ক্যানসার সবথেকে মারাত্মক একটি সমস্যা। বহু মহিলা এই অসুখে আক্রান্ত হন প্রতিবছর। সব দেশেই ধীরে ধীরে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। World Health Organization (WHO) এর রিপোর্ট অনুযায়ী, গোটা পৃথিবীতে প্রায় ২২ লক্ষ ৬০ হাজার মানুষ ২০২০ সালে আক্রান্ত হয়েছেন।

তার মধ্যে প্রায় ৬ লক্ষ ৮৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এই রোগের বিরুদ্ধেও লড়াই করা সম্ভব। আর এই রোগটি যদি প্রথমাবস্থায় ধরা পড়ে তাহলে সহজেই চিকিৎসা করানো সম্ভব। তাই ব্রেস্ট ক্যানসার নিয়ে প্রথমেই মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

• ​ক্যানসার মানেই মৃত্যু নয়

ক্যানসার মানেই যে মৃত্যুর কাছাকাছি চলে গেছেন এমনটা কিন্তু নয়। বরং নিজেক মোটিভেট করা প্রয়োজন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য মনের জোর রাখা খুব জরুরি। মনের জোর হারিয়ে ফেললে আর কিছু করার নেই। আর এই মনের জোরেই অনেক মানুষ ক্যানসারকে জয় করে হাসতে হাসতে বাড়ি ফিরেছেন। তাই ভয় না পেয়ে বেঁচে থাকার লড়াই চালাতে হবে।