সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’বা যায়! গত ২ দিনে ১১০০ টি ভূমিকম্প, জা’রি উ’চ্চ স’ত’র্ক’তা

পর্তুগালের সাও জর্জে দ্বীপে ৮৪ ঘণ্টার মধ্যে প্রায়ই ১১০০ টি ভূমিকম্পের ঘটনা ঘটল।আজোরস দ্বীপপুঞ্জের নটি দ্বীপের একটি হল সাও জর্জে৷ সেই দ্বীপের প্রায় ৮৪০০ লোকের বাস৷

জানা গিয়েছে, এই কম্পনগুলির মাত্রা রিখটারস্কেলে ১.৯ থেকে ৩.৩-এর মধ্যে ছিল৷ সাও জর্জে দ্বীপের মানাডাস আগ্নেয়গিরির ফাটল বরাবর সর্বাধিক কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে৷ শেষবার এই আগ্নেযগিরির অগ্নুৎপাত হয়েছিল ১৮০৮ সালে৷

এ পর্যন্ত যে ১১০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, তার মধ্যে মাত্র ৬৩টি সেখানকার জনগণ অনুভব করতে পেরেছে। এই অঞ্চলে ভূমিকম্পের আকস্মিক বৃদ্ধি গত বছরও লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় স্পেনের লা পালমা দ্বীপে কুম্ব্র ভিয়েজায় ধারাবাহিক কম্পন দেখা গিয়েছে।

আরো পড়ুন: টর্নেডোতে উ’ড়ে গে’লো বি’শা’ল ট্রাক, ভিডিও ভাইরাল

আজোরসের প্রায় ১৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগে পরপর কম্পন অনুভূত হয়েছিল সেবার। স্পেনের লা পালমার আগ্নেয়গিরির অগ্নুৎপাত ৮৫ দিন ধরে চলেছিল সেবার।

প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছিল তাতে। এই আবহে সাও জর্জেতে সম্ভাব্য অগ্নুৎপাতের কথা ভেবে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে। দমকলকে এবং স্থানীয় মেয়রকে সতর্ক থাকতে বলা হয়েছে।