সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাইকেলে করেই বিশ্ব ভ্রমণ! সবথেকে ক’ম সময়ে ঘু’রে রে’ক’র্ড গড়লেন এই দম্পতি

সাইকেলে করে পৃথিবী ভ্রমণ, শুনে অবাক লাগছে হয়ত আপনাদের কিন্তু ঘটনা সত্যি। সাইকেলে করে লাদাখ ভ্রমণ, দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত সেটা শুনেও আমাদের মাঝে মাঝে অবাক লাগে, কিন্তু ঠিক আছে সেটা হয়ত সম্ভব। কিন্তু সারা পৃথিবী ভ্রমণ সাইকেলে চেপে সেটাও কি সম্ভব? এই অসম্ভব কে সম্ভব করে তুলেছে এক ব্রিটিশ দম্পতি তারা টানা ৬ মাস জুড়ে পৃথক ভাবে সাইকেল চালিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করার চ্যালেঞ্জ নিয়েছে।

আর চ্যালেঞ্জ নেওয়া মাত্রই সেটা পূরণও করেছে তারা মোট ২১ টি দেশ ভ্রমণ করেছে আর সেই দূরত্ব প্রায় ১৮,০০০ মেইল। এখানেই শেষ নয় তারা এই সাইকেল চালিয়ে দেশ ভ্রমণের রেকর্ড তো গড়েইছে তার সাথে ট্যান্ডেম সাইকেলে তারা দ্রুত্তম সাইকেল আরোহী হিসেবেও চিহ্নিত হয়েছে।

তারা দুজনেই দক্ষ সাইকেল চালক, তাদের এই স্বপ্ন ছিল অনেক দিনের, যেটা তারা শেষ পর্যন্ত পূরণ করতে পেরেছে। এখন তাদের লক্ষ্য হল তারা বাইকে করে বিশ্ব প্রদক্ষিণ করবে। আর তার জন্য ইতিমধ্যে অফিশিয়াল শংসাপত্রের আবেদন পর্যন্ত করেছে।

আরো খবর: বি’রা’ট স্কি’ম নিয়ে এলো LIC, ৭১ টা’কা বিনিয়োগে মিলবে ৪৮ লক্ষ!

মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা স্টিভি ম্যাসি এবং লরা ম্যাসি-পুগ তারা জানিয়েছে, প্রতিদিন যাতায়াতকারী সাইক্লিস্ট হিসেবে তারা নিজেদের বর্ণণ আকরেছে। তাদের আগে যারা সাইকেল নিয়ে পৃথিবী ভ্রমণ করেছিলেন তাদের সময় লেগেছিল ২৬৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট।


যার পরে তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নামও তুলেছিওলেন। এই খবর তারা ২০২০ সালে জানতে পারে, আর তারপরেই তাদের মাথায় ঢোকে সাইকেলে বিশ্ব ভ্রমণের কথা। তাদের বিশ্বাস ছিল তারা সহজেই এই রেকর্ড ভেঙ্গে দিতে পারবে।