Home অফবিট ছেলেদের বু’কে চুল থা’কা’র অ’র্থ জানেন কি? না জা’ন’লে প’রে আফসোস করবেন!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছেলেদের বু’কে চুল থা’কা’র অ’র্থ জানেন কি? না জা’ন’লে প’রে আফসোস করবেন!

আগেকার দিনে পুরুষদের বুকের চুল পুরুষত্বের লক্ষণ বলে মনে করা হত। তবে এখন সেসব ধারণা আর নেই। আজকাল কোনো পুরুষই বুকে চুল পছন্দ করেন না। কারণ বর্তমান প্রজন্মের তরুণরা তাদের ফ্যাশন সেন্স নিয়ে অনেক বেশি সচেতন।

তবে পুরুষের শরীর থেকে বেরোনো লোম ওই ব্যক্তির সম্পর্কে অনেক তথ্য দেয়। কারণ পুরুষের বুকে লোম থাকার অনেক লক্ষণ রয়েছে। মনবিজ্ঞানীদের মতে, সময় বদলানোর সাথে সাথে মানুষের ধ্যানধারণারও পরিবর্তন ঘটেছে।

তাদের কাছে ফ্যাশনের অর্থও বদলে যাচ্ছে। বুকের লোম ছাড়াও শরীরের অনেক অংশে অবাঞ্ছিত লোম একেবারেই অপছন্দ আজকাল মানুষদের। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ওপর চুলের বৃদ্ধি নির্ভর করে, যাদের টেস্টোস্টেরনে অ্যান্ড্রোজেনের পরিমাণ যত বেশি হবে, শরীর ও বুকে চুল তত বেশি গজাবে।

আরো পড়ুন: গোবরকে কা’জে লাগিয়ে ব্যাগ ও চপ্পল, ভারতের বি’স্ম’য় রিতেশ! বছরে আ’য় ৩৬ লক্ষ টা’কা

একজন মানুষের বুকের ওপর থেকে বেরিয়ে আসা চুল বা লোম দেখে তারা কেমন প্রকৃতির মানুষ তা জানা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুকে বেশি চুলের পুরুষদের স্বভাব কেমন হয়?

মনোবিজ্ঞানীরা আরও বলছেন, বুকে চুল বেশি থাকার অর্থ, এই প্রকৃতির ব্যক্তিরা মনের কথা খুবই কম প্রকাশ করেন। এই ধরনের পুরুষরা সর্বদা সত্য কথা বলে ও অন্যকে খুব সম্মান করেন। পৃথিবীতে তারা নিজেরাও অনেক সম্মান পান। এরা যে কোনো কাজে খুব দক্ষ হয় এবং পরিবারের লোকেদের খুব খুশি রাখে।