সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি রেলে চাকরির স্ব’প্ন দে’খে’ন? এবার পরীক্ষা ছা’ড়া’ই চাকরির সুবর্ণ সু’যো’গ!

সম্প্রতি South Eastern Railway এর তরফে এক নয়া বিজ্ঞপ্তি জারি করে লেভেল ২,৩,৪,৫ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা South Eastern Railway এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

•• আবেদনের তারিখ : প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীরা আগামী ২ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পেয়ে যাবেন। যদি এই সংক্রান্ত সময়সীমার কোনো পরিবর্তন করা হয় তাহলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। চলুন তাহলে দেরী না করে এক নজরে দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

••পদের নাম: স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদ
••শূন্যপদের সংখ্যা: ২১
••কাজের স্থান: কিছু জানানো হয়নি
••কাজের ধরন: কিছু জানানো হয়নি
••নির্বাচন পদ্ধতি: স্পোর্টস ট্রায়াল
••আবেদন প্রক্রিয়া শুরু: ০৩.০১.২০২২
••শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ ও স্নাতক স্তরে উত্তীর্ণ
••বেতনক্রম: কিছু জানানো হয়নি
••আবেদন পদ্ধতি: অনলাইন
••আবেদনের শেষ দিন: ০২.০২.২০২২

•• শিক্ষাগত যোগ্যতা : লেভেল ৪ এবং লেভেল ৫ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লেভেল ২ এবং লেভেল ৩ পদগুলির জন্য যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস করা বাধ্যতামূলক। এছাড়াও, প্রার্থীকে অবশ্যই নিজ নিজ খেলায় জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। বিশদে জানতে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

•• বয়স সীমা : এই পদগুলির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। ১ জানুয়ারি, ২০২২ থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে।

•• আবেদন ফি : জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরির জন্য আবেদনের ফি ৫০০ টাকা এবং SC এবং ST ক্যাটাগরির ২৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

•• নির্বাচন প্রক্রিয়া : প্রার্থী বাছাই হবে স্পোর্টস ট্রায়াল, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্পোর্টস অ্যাচিভমেন্টের ভিত্তিতে।