সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অমর হওয়ার স্ব’প্ন সকলেই দে’খে! তবে স্বপ্নকে বা’স্ত’বে প’রি’ণ’ত করতে চ’লে’ছে বিজ্ঞানীরা!

এত সুন্দর পৃথিবী ছেড়ে কেই বা চলে যেতে চায় বলুন! কিন্তু কখনো না কখনো ঠিক সব মায়া ত্যাগ করে চলে যেতে হয়। যদি এমন হত, যতদিন ইচ্ছে বাঁচতে পারতেন!! আর এমন সুযোগ যদি সত্যি আসে, তবে কেই বা তা হারাতে চাইবে! এতোদিন যা মানুষের কাছে কল্পনা ছিল এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে।!

বিজ্ঞানীদের দাবি, অদূর ভবিষ্যতে মানবজাতি এক ধরনের হাইব্রিড প্রজাতিতে পরিণত হবে। জিনের পুনর্স্থাপনের মাধ্যমে মানুষ পেতে পারে অমরত্ব- এমনটাই বলেছেন হার্ভার্ডের জিনতত্ত্বের বিশেষজ্ঞ ডেভিড সিনক্লেয়ার।

২০২৩ সালেই শুরু হতে চলেছে জিন পুনর্স্থাপনের ট্রায়াল, যা মানুষের স্বাভাবিক আয়ুর চেয়ে অনেক বেশি দিন বাঁচতে সহায়তা করবে! আজ যে শিশুটি জন্মাচ্ছে, সে অনায়াসে ১০০ বছর বাঁচার প্রত্যাশা রাখতে পারে। মানুষের বায়োলজিক্যাল অর্গানিজম যে থেমে যাবেই, এমন কোনো কথা কিন্তু নেই, দাবি জিনতত্ত্ব বিশেষজ্ঞদের।

ইতিমধ্যে ইঁদুরের উপর প্রাথমিক পরীক্ষার কাজ শেষ। পরীক্ষায় দেখা গেছে মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে বয়সের বৃদ্ধি কমিয়ে দেওয়া সম্ভব! বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, মানুষের আয়ুরেখার কোনো নির্ধারিত সীমারেখা নেই।

তবে অন্য একটি গবেষণা মানুষের অমরত্ব লাভের সম্ভাবনাকে দমিয়ে দিলেও মানুষ যে অনায়াসেই ১২০-১৫০ বছর অবধি বাঁচতেই পারেএটুকু স্বীকার করে নিয়েছে বিজ্ঞানীরা।