সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পর্যটকদের কাছে ন’য়া আকর্ষণ জেল পর্যটন! ৫০০ টা’কা’য় মিলবে ব’ন্দি’জী’বনের অভি’জ্ঞ’তা

উত্তরাখণ্ড সরকার এবার পর্যটনে জোয়ার আনতে নয়া উদ্যোগ নিল। মাত্র ৫০০ টাকা খরচেই মিলতে পারে বন্দিজীবনের স্বাদ। কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু হতে চলেছে বিশেষ জেল ট্যুরিজম।

জেল ট্যুরিজম হল একদিনের জেলবন্দি জীবন। বন্দিদের মতো জেলে ঢোকার সময় লকারে পোশাক, মোবাইল সব রেখে দিতে হবে। এরপর জেল থেকে পর্যটককে দেওয়া হবে কয়েদির পোশাক। সেই পোশাকই পরতে হবে।

সংগ্রহ করতে হবে থালা, কম্বল-সহ প্রয়োজনীয় জিনিসপত্র। তা নিয়ে ২৪ ঘণ্টা ছোট্ট একটি কুঠুরিতে থাকতে হবে। ওই কুঠুরি লাগোয়া খোলা শৌচালয়েই সারতে হবে প্রয়োজনীয় কাজ। কারাবন্দিরা সাধারণত যেমন খাবারদাবার খায়, তা-ই দেওয়া হবে।

আরো পড়ুন: বিদেশে মো’টা টাকা মাইনের চাকরি, টা’র্গে’ট পূরণ না হলেই ইলেক্ট্রিক শ’ক!

ওই খাবারই খেতে হবে পর্যটকদের। একদিন কাটাতে পারলে ভাল। আর যদি কেউ কয়েকঘণ্টা থাকার পরই হাঁফিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। তবে সেক্ষেত্রে ৫০০ টাকা আর ফেরত পাবেন না। পরিবর্তে জরিমানা হিসাবে নিয়ে নেওয়া হবে ৫০০ টাকা।