সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্মাষ্টমীর এই উৎসবময় দি’নে এইসব জিনিস কি’ন’লে টা’কা’র অ’ভা’ব হবে না সং’সা’রে

আজ জন্মাষ্টমী। ভারতবর্ষে বিভিন্ন স্থানে ধুমধাম করে পালন করা হয় এই দিনটিকে। শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনা জানিয়ে পুজো করা হয়। ভক্তিভরে পুজো করলে প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন শ্রীকৃষ্ণ। শাস্ত্র মতে, এই বিশেষ দিনে যদি কিছু কাজ আপনি করতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আপনি। সারা বছরই আপনারা কোন না কোন জিনিস কেনাকাটা করে থাকেন। তাই আজ আপনাদের বলব এমন কিছু জিনিসের কথা, যেগুলি আজকের দিনে যদি আপনি কিনতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের সাথে সাথে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে পারবেন আপনি এবং অদূর ভবিষ্যতে সমস্ত সমাধান থেকে মুক্তি পেতে পারবেন।

জন্মাষ্টমী দিন শ্রীকৃষ্ণের গায়ে হলুদের গাট হলুদ কাপড়ে মুড়ে অর্পণ করতে হবে। পুজো হয়ে যাবার পর সেগুলি টাকা রাখার জায়গায় রেখে দিলে আর্থিক সংকটে পড়তে হবে না আপনাকে।

এইদিন ময়ূরের পালক যদি কিনে আনতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে হলুদ কাপড় অর্পণ করে সেটি দিয়ে শ্রীকৃষ্ণকে সাজিয়ে রাখুন।

জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের পায়ে পদ্মফুলর ফোন করুন। পাশাপাশি মা লক্ষ্মীর পায়ের কাছে পদ্ম ফুল অর্পণ করুন। শ্রীকৃষ্ণের পাশাপাশি মা লক্ষ্মীর একটি প্রিয় ফুল হলো পদ্মফুল। শ্রীকৃষ্ণকে যেকোনো হলুদ রঙের ফুল অর্পণ করলে মনোবাসনা পূর্ণ হবে আপনার।