সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’না পারিশ্রমিকে স্ত্রীকে দিয়ে সংসারের কা’জ করিয়েছেন স্বামী, ২ কোটি টা’কা দেওয়ার নি’র্দে’শ আদালতের

মানব জীবন বড়ই বৈচিত্র্যময়। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল এক দম্পতির। বিবাহবিচ্ছেদের মামলায় এক ঐতিহাসিক রায় দিল স্পেনের আদালত। আদালত স্বামীকে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা (Divorce Settlement) দেওয়ার নির্দেশ দিয়েছে স্ত্রীকে । বিষয়টি জনসমক্ষে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

স্ত্রী আদালতে অভিযোগ করেন যে বিনা পারিশ্রমিকে সংসারে তাকে খাটিয়েছেন তার স্বামী। তাই ন্যূনতম পারিশ্রমিক ধরে, ২৫ বছরের মূল্য তাকে দিতে হবে। ঘটনাটি স্পেনের দক্ষিণের আন্দালুসিয়া অঞ্চলের। সেদেশের বিশেষ সেপারেশন অফ প্রপার্টি রেজিম আইনের আওতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা।

এই আইনে বলা হয়েছে যে বিচ্ছেদের ক্ষেত্রে নিজ নিজ রোজগার নিয়ে আলাদা হতে পারবেন তারা। মহিলাটি আগে চাকরি করতেন।কিন্তু বিয়ের পর থেকে সংসারের প্রচন্ড চাপ এসে পরে তার ঘাড়ে। রান্নাবান্না, ছেলেমেয়ে সামলানো, দায়দায়িত্ব পালন সবকিছুই করতে হয় তাকে। এই অবস্থায় তার চাকরি করা নিয়ে আপত্তি করেছিল তার স্বামীর।

আরো খবর: দিল্লিতে ED-র ধ’ম’ক খেয়ে ল্যাজে-গোবরে কেষ্ট, জেরার প্রথম দিনে কেঁ’দেই ফেললেন অনুব্রত

ফলে তাকে চাকরি ছেড়ে দিতে হয়। ফলে নিজের ভবিষ্যতের জন্য কিছুই করতে পারেননি তিনি। পরিবারের পিছনে সময় না দিয়ে তিনি যদি সবচেয়ে কম পারিশ্রমিকে চাকরি করতেন, যত টাকা জমা হত সেটির একটি আনুমানিক হিসেব আদালতে জমা দেন ওই মহিলার আইনজীবী।

সবকিছু বিবেচনা করেই শেষ মেশ মহিলার স্বামীকে ন্যূনতম পারিশ্রমিক ধরে মোট ২০৪, ৬২৪.৮৬ ইউরো মেটানোর নির্দেশ দিয়েছে আদালত, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি টাকা। শুধু তাই নয়, দুই সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আলাদা করে তাদের জন্য মাসের খরচও দিতে হবে স্বামীকে।