সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মার্চ মাসেই পরপর ২ দিন ব্যাংক ধর্মঘট, ভু’গ’তে হবে গ্রাহকদের

ব্যাঙ্ক ইউনিয়নগুলি Bank Strike এর ডাক দিল। চলতি মাসের শেষ সপ্তাহে এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে যদি গ্রাহকদের কোনও জরুরি কাজ থাকে, তবে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। বেশ কয়েকটি ব্যাঙ্ক ইউনিয়ন দেশজুড়ে এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।

দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক State Bank of India (SBI) এই তথ্য জানিয়েছে। এই ধর্মঘটের ফলে ব্যাঙ্কের পরিষেবা ক্ষতিগ্রস্থ হতে পারে। যার ফলে সাধারণ মানুষ একাধিক সমস্যার মুখে পড়তে পারে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়নগুলি।

মার্চ মাসের 28 ও 29 তারিখ এর ফলে ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে। এর ঠিক আগেই রয়েছে শনি ও রবিবার। মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই ধর্মঘটের জেরে একটানা 4 দিন ব্যাঙ্ক বন্ধ হওয়ার পথে।কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের বিরোধিতা করেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আরো পড়ুন: OMG: একটি সিম ব্যবহার করেই ২ টি নম্বর ব্যবহার ক’রা যা’বে! জানুন প’দ্ধ’তি

Indian Banks’ Association (IBA)-কে উদ্ধৃতি করে SBI জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের বিরোধিতা ও Bank Law Amendment Bill-2021-এর বিরোধিতা করে এই ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। All India Bank Employees Association (AIBEA), Bank Employees Federation of India (BEFI) এবং All India Bank Officers Association (AIBOA) এই ধর্মঘটের ব্যাপারে নোটিশ দিয়েছে।

State Bank of India-র তরফে জানানো হয়েছে, স্ট্রাইকের দিনগুলিতে পরিষেবা সচল রাখতে SBI একাধিক পদক্ষেপ নিচ্ছে। তবে ধর্মঘটের জেরে পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।

SBI-এর তরফে বলা হয়েছে, “পরিষেবা পেতে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যাপারে সর্বোত্তম চেষ্টা করবে ব্যাঙ্ক।” এপ্রিল মাসে নতুন আর্থিক বছরের সূচনা হয়। এপ্রিলে RBI-এর Holiday List-এ 15 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই মাসেই পয়লা বৈশাখ থেকে শুরু করে আম্বেদকর জয়ন্তী রয়েছে। তবে এই 15 দিনের ছুটি মোটেই একরাজ্যে নয়।