সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লঞ্চ হ’লো সবথেকে সস্তার বুলেট, বি’রা’ট ধা’মা’কা Royal Enfield-র

আজ বিশ্বের সবথেকে সস্তার বুলেট লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে আসছে রয়াল এনফিল্ড হান্টার 350। এটি কোম্পানির অন্যতম সস্তা বাইক। এর ফিচার নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

সেইসঙ্গে গাড়িটির লুক এবং দামের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ইন্টারনেটে। হান্টার ৩৫০কে রয়াল এনফিল্ড এর বাকি বাইকগুলির থেকে আলাদা লুক দেওয়া হয়েছে। এর স্পোর্টিং লুক থাকবে।

এই মডেলের রয়েছে গোলাকার হেডল্যাম্প, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যার ফলে বাইকটি ভিন্টেজ লুক পেয়েছে। এই বাইক আগের মোটরসাইকেলের তুলনায় আকারে ছোট। এর ফুয়েল ট্যাংকের ডিজাইন বাকি বাইকের থেকে আলাদা হবে।

আরো পড়ুন: এবার ফে’র CBI, পার্থ-অর্পিতাকে হে’ফা’জ’তে নিয়ে জে’রা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

বাইকের ট্রিপার নেভিগেশন পড এবং সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্টেশনের মতো ফিচার রয়েছে। এই গাড়িতে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। দুটি টায়ার টিউবলেস এবং দুটিতে ডিস্ক ব্রেক রয়েছে।


বাইকে ডিজাইন এর উপর নির্ভর করে হান্টার ৩৫০ ২টি ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে থাকছে রয়েল এনফিল্ড হান্টার 350 মেট্রো এবং রয়াল এনফিল্ড হান্টার 350 রেট্রো।

এই নতুন বাইকের এয়ার অথবা অয়েল কুলড ইঞ্জিন থাকবে। এর দাম ১.৪৭ লক্ষ টাকা। এখানে রইল নতুন বাইকের মডেলটির ভিডিও।