সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীঘ্রই চতুর্থ টি’কা দেওয়ার ব্যবস্থা করুন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বললেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

চীন জাপান কোরিয়ায় করোনা পরিস্থিতি দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে ভারতেও বেশ কয়েকজন নাগরিকের শরীরে ওমিক্রনের নতুন স্ট্রেন বিএফ ৭ ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। ভারতের সতর্কতা জারি করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্ডব্য।

ভারতীয় নাগরিকদের দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদনের আবেদন জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে সোমবার একটি উচ্চ স্তরীয় বৈঠকে এই আবেদন জানানো হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বিশেষজ্ঞ চিকিৎসক এবং জনস্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

ভবিষ্যতে দেশে করোনাভাইরাসের যে কোনো স্ট্রেনের মোকাবিলা করতে যাতে পারদর্শী থাকে দেশ সেই ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়। এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই দেশ কতটা প্রস্তুত এবং ভালো প্রস্তুতির জন্য আরো কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যাপারেও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরো খবর: উত্তর ভারতে শৈ’ত্য প্রবাহ! কুয়াশার পাশাপাশি প্র’ব’ল শীতে জা’রি কমলা স’ত’র্ক’তা

ভাইরাসের প্রকোপ আরো বাড়ছে ভারতে। সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে মঙ্গলবার থেকে কেন্দ্রের তরফে মক ড্রিলের ব্যবস্থা করা হবে। প্রখ্যাত জনস্বাস্থ্য আধিকারিক জয় লাল বৈঠকের শেষে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে বুস্টার ডোজের ব্যাপারে। আগামী দিনে দেশের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।

খুব তাড়াতাড়ি যাতে, কেন্দ্রে অনুমোদন দেয় চতুর্থ টিকার জন্য। স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িতদের এই টিকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। এছাড়া দেশের মানুষকে এই ভাইরাসের হাত থেকে বাঁচাতে বদ্ধপরিকর ভারতবর্ষ।