সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন থেকে পোষ্যর না’ম নথিভুক্ত করতেই হবে, না হ’লে জ’রি’মা’না হবে ১০ হাজার টা’কা

বাড়িতে কি আপনার পোষ্য রয়েছে? বিশেষ করে আপনি যদি সারমেয়র মালিক হয়ে থাকেন তাহলে এখন থেকে তার নাম নথিভুক্ত আবশ্যক, যদি এই নির্দেশ কেউ না মানে তাহলে তার দশ হাজার টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। গতকাল শনিবার উত্তর প্রদেশের নয়ডা প্রশাসন এই নির্দেশিকা জারি করল।

বর্তমানে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন বা NCR-ভুক্ত এই এলাকায় কুকুর কামড়ানোর ঘটনা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণেই জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ভয় লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। বয়স্কদের সাথে সাথে শিশুরাও এই হামলার শিকার হয়েছে । গতকাল শনিবার এই কারণেই নয়ডা প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করেছে।

নয়ডা অথরিটির CEO-র তরফে টুইট করে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারীর মধ্যে আপনার প্রিয় পোষ্টের নাম সরকারি খাতায় নথিভুক্ত করতে হবে। সবার জন্য এই নির্দেশিকা বাধ্যতামূলক, কেউ এই নিয়মের বিরুদ্ধে গেলে তাকে দিতে হবে জরিমানা,আগামী বছর মার্চ মাসের মধ্যে যদি কোনো নথীভুক্তহীন পোষ্য পাওয়া যায় তাহলে তাদের ২০০০ টাকা জরিমানা ও সেই পোষ্য কাওকে কামড়ালে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

আরো পড়ুন: এই মাছই ভা’গ্য বদলে দি’লো মৎস্যজীবীর! দা’ম উঠলো ২৫ হাজার টা’কা

গত মাসেই নয়ডায় কুকুরের কামড়ে সাত মাসের এক শিশুর মৃত্যু হয়। জানা যায় কুকুরের কামড়ে শিশুটির পাকস্থলী সহ অন্য অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসে। জানা যায় ঘটনার সময় তার মা-বাবা কোনো এক আবাসনে দিনমজুরির কাজ করছিলেন। শিশুটি র উপরে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি এবং একেবারে ছিন্নভিন্ন করে দেয় দেহ। এই মর্মান্তিক ঘটনা সামনে আসার পরেই কড়া পদক্ষেপ নিল নয়ডা প্রশাসন।