সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মাছই ভা’গ্য বদলে দি’লো মৎস্যজীবীর! দা’ম উঠলো ২৫ হাজার টা’কা

এবার এক মাছেই ভাগ্য বদলে দিল সুন্দরবনের চার মৎস্যজীবীর। ২৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ জালে উঠেছে তাদের, সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর ভাগ্য রাতারাতি বদলে যাওয়ার ঘটনাকে অবাক চোখে দেখছে অনেকে।

প্রতিদিনের মতো গতকাল শনিবার ডিঙি নৌকো নিয়ে বেরিয়ে ছিল চার মৎস্যজীবী, সাগরের বটতলা নদীতে জাল পাতে তারা আর সেই জালেই ওঠে ২৫ কেজি ওজনের তেলিয়া ভোলা প্রজাতির মাছ যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই দারুণ আনন্দে নিশ্চিন্তপুর মাছের আরতে নিয়ে আসে মাছটিকে।

নিলামে সেই মাছ হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকা বিক্রি হয়। আসলে এই মাছের বাজার মূল্য এতটা বেশি হওয়ার কারণ একটাই, এই মাছের পটকা দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরি হয়।

আরো পড়ুন: আগামী T20 বিশ্বকাপে এই স’ব প্লেয়ারকে দেখতে চাই না, ক্ষো’ভ প্র’কা’শ শেহবাগের

তাই এই মাছ কোনো জেলের জালে উঠলে, তারা লটারি জেতার থেকেও বেশি আনন্দ উপভোগ করে। সুন্দরবনের ও দিঘার কিছু অংশে এই মাছের প্রজাতি পাওয়া যায়। এর আগেও অনেক জেলে এই লটারি পেয়েছে।