সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীতে কি স’ত্যিই UFO এসেছিল? রি’পো’র্ট প্র’কা’শ পেন্টাগনের

ভিনগ্রহীরা নাকি পৃথিবীর কাছাকাছি চলে এসেছে। দীর্ঘদিন ধরে মঙ্গল শুক্র শনি প্রভৃতি গ্রহে প্রাণীর সন্ধান নিয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। অচেনা উড়ন্ত বস্তু বা ইউএফও একে নিয়ে রহস্যের শেষ নেই পৃথিবী জুড়ে। এই উড়ন্ত বস্তু নিয়ে এবার নতুন একটি তথ্য প্রকাশ্যে আনল পেন্টাগন।

শুক্রবার পেন্টাগনের কর্তারা জানিয়েছেন গবেষণা করে দেখা গেছে এখনো পর্যন্ত ভিনগ্রহীরা পৃথিবীর কাছাকাছি আসেনি। প্রমাণ না পাওয়ায় হাল ছেড়ে বসে নেই গবেষকরা। প্রতি মুহূর্তে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে শুধুমাত্র মহাকাশে নয়, গভীর সমুদ্রের অতলতলেও গবেষণা চলছে।

সেই সংক্রান্ত নানান রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। কিন্তু সমুদ্রের নিচেও কোন বিরল প্রাণীর সন্ধান মিলেনি।পেন্টাগনের ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি বিভাগের বেশ কয়েকজন অধিকার তারা দাবি করেছেন কোন ইউএফও পৃথিবীর দিকে এসেছে এমন প্রমাণ পাওয়া যায়নি এখনো। তবে সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে।

আরো খবর: ফাইনালের আ’গে আরব সাগরের ১০০ ফু’ট নী’চে দাঁ’ড়ি’য়ে আছেন মেসি, ভিডিও দে’খে তা’জ্জ’ব বি’শ্ব

আরেক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এলিয়েনরা যে রয়েছেন তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে। যেভাবেই হোক তাদের রহস্য উদঘাটন করা হবে। তা নিয়ে জোরদার গবেষণা চালানো হচ্ছে। আমেরিকার সেনা টেন্টের আশপাশে এমন নানান রহস্যময় বস্তুর উপস্থিতি উপলব্ধি করা গিয়েছে। সেটা নিয়েও চলছেই গবেষণা।

১৪৩ টি রিপোর্ট দাখিল করা হয়েছে এখনো পর্যন্ত এরমধ্যে একটা রহস্যময় বেলুনের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। তবে শুধুমাত্র পেন্টাগন নয় আমেরিকার পার্লামেন্টও নতুন গবেষণায় মননিবেশ করেছে। তাদের দাবি পৃথিবীতে যেমন মানুষের অস্তিত্ব রয়েছে তেমন পার্শ্ববর্তী গ্রহতেও আছেন প্রাণীরা। যেকোনো সময় তারা আঘাত হানতে পারে পৃথিবী গ্রহে।